UN Chief Antonio Guterres: এখন মহামারী করোনার বিরুদ্ধে লড়াইয়ের সময়, ট্রাম্পের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশে রাষ্ট্রপুঞ্জ
অ্যান্টোনিও গুতেরস (Photo Credits: IANS)

১৫ এপ্রিল: বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফান্ডিং বন্ধ করার সময় এটা নয়। এখন মহামারী কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করার সময়। করোনাভাইরাস ছড়ানোর নেপথ্যে থাকা চিনকে আড়াল করার চেষ্টা ও চূড়ান্ত অব্যবস্থাপনার জন্য আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিকে অভিযোগের আঙুল তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার দেশের প্রশাসনকে হু-এর ফান্ডিং স্থগিত রাখার নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই মুখ খুলেছেন রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্পাদক (UN secretary-general) অ্যান্টোনিও গুতেরস। করোনাভাইরাসের সংক্রমণে চিনের পক্ষপাতিত্ব করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনই অভিযোগ করেছে ট্রাম্প প্রশাসন। তাদের দাবি, একারণেই মার্কিন অর্থনীতি স্থবির হয়ে গেছে।

মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আজ আমি মার্কিন প্রশাসনকে নির্দেশ দিয়েছি যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এখনই কোনও অর্থ দেওয়া না হয়। আমরা বিশ্বের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে পুনরায় নির্দেশ করব। এবং অন্যদের সঙ্গে সরাসরি কাজ করব। যেসব সাহায্য পাঠিয়েছি তানিয়ে চিঠিতে জোর আলোচনা হবে। চিনের সঙ্গে হাত মিলিয়ে চূ়ান্ত অব্যবস্থাপনার নজির রেখেছে হু, চিনকে আড়াল করার চেষ্টা হচ্ছে। সেখানে কী হয়েছে তা সকলেরই জানা।” মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য প্রকাশ্যে আসার পরই আসরে নেমেছেন রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্পাদক। তিনি বলেছেন, এখন মহামারীর সময়। এই পরিস্থিতিতে পিছনের দিকে না তাকিয়ে কোনওরকম মূল্যায়ণে না গিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। এখন কে কোথায় জড়িত ছিল তা দেখার সময় নয়। আরও পড়ুন- Donald Trump: করোনা দুর্বিপাকে চিনকে আড়াল করার অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফান্ডিং বন্ধ রাখলেন ডোনাল্ড ট্রাম্প

তিনি আরও বলেন, এখন মারণভাইরাসকে রুখতে গোটা বিশ্বকে একত্রিত হতে হবে। আন্তর্জাতিক কমিটিকে এখন কাঁদে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। গত নভেম্বরে চিনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম মারণ ভাইরাস করোনার প্রাদুর্ভাব শুরু হয়। এখনও পর্যন্ত সবমিলিয়ে বিশ্বে আক্রান্তের সংখ্যা ১.৯৭ মিলিয়ন। বিশ্বে মৃতের সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ৫০০ জন। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, মার্কিন মুলুকেই মৃত্যু হয়েছে ২৫ হাজার মানুষের।