ওয়াশিংটন, ১৫ এপ্রিল: চিনে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তেমন কোনও পদক্ষেপ করেনি। এই ঘটনায় হু-র চূড়ান্ত অব্যবস্থাপনা প্রকাশ্যে এসেছে। এবং, চিনকে আড়াল করার চেষ্টা হয়েছে। সেকারণেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফান্ডিংয়ের বিষয়টিকে আপাতত স্থগিত রেখেছেন ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। তাঁর নির্দেশ মেনেই মার্কিন প্রশাসন হু-কে আপাতত অর্থ দিচ্ছে না। এনিয়ে ট্রাম্প বলেন, “আজ আমি মার্কিন প্রশাসনকে নির্দেশ দিয়েছি যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এখনই কোনও অর্থ দেওয়া না হয়। আমরা বিশ্বের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে পুনরায় নির্দেশ করব। এবং অন্যদের সঙ্গে সরাসরি কাজ করব। যেসব সাহায্য পাঠিয়েছি তানিয়ে চিঠিতে জোর আলোচনা হবে।”
উল্লেখ্য, করোনার থাবায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে মহামারীর প্রভাবে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৫ হাজার। সবমিলিয়ে আক্রান্ত ৫ লক্ষ ৯৪ হাজার ২০৭ জন। করোনাভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চূড়ান্ত অব্যবস্থাপনা সব দেশের নজরে এসেছে। বিষয়টির মূল্যায়ণ চলছে। তাতে যদি দেখা যায় হু-এর গাফিলতি রয়েছে, তাহলে ফান্ডিং বাতিল করবে মার্কিন যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসের এমন প্রকোপের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিনের সঙ্গে একই সারিতে রেখে বিশ্বজুড়ে চলছে সমালোচনা। এদের কারণেই নাকি মহামারীর চেহারা নিয়েছে করোনাভাইরাস। বিশ্বে ইতিমধ্যেই করোনার বলি লক্ষাধিক। আরও পড়ুন-Vaccine For Coronavirus: নববর্ষে সুখবর, সেপ্টেম্বরেই বাজারে আসছে করোনাভাইরাসের ভ্যাকসিন; বললেন অক্সফোর্ড বিশেষজ্ঞ সারাহ গিলবার্ট
করোনাভাইরাস গোটা পৃথিবীকে থমকে দিয়েছে। গত ডিসেম্বরে চিনে প্রথম এই ভাইরাসের প্রকোপ দেখা যায়। সেখানে করোনার বলি ৩ হাজার ৩০০ জন। এখন ভাইরাসটি বিশ্বের ১.৯ মিলিয়ন জনসংখ্যাকে সংক্রামিত করে ফেলেছে। এবং মৃতের সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ১৯ জন।