Delhi Capitals Beats LSG. (Photo Credits: X)

Ashutosh Sharma:  একেবারে হার ম্যাচ দিল্লি এক উইকেটে জিতল সুপার সাব ( পরিবর্ত দ্বাদশ ব্যক্তি)  হিসেবে নামা আশুতোষের ৩১ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংসে। লখনৌ সুপার জায়েন্টেসের ২০৯ রানের বিশাল রানের চাপে ব্যাট করতে নেমে মাত্র ৬৫ রানেই অর্ধেক ইনিংস গুটিয়ে গিয়েছিল দিল্লির। তখন অনেকেই ধরেই নিয়েছিলেন পুরনো ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ঋষভ পন্থের জয় শুধু সময়ের অপেক্ষা। এরপর ক্রিস্টান স্টাবসের আউটের পর লখনৌ যখন ৬ উইকেটে ১১৩ হয়ে গিয়েছিল তখন সবাই নিশ্চিত হয়ে গিয়েছিলেন, পন্থরা জয় দিয়েই শুরু করছেন।

অসম্ভবকে সম্ভব করলেন অভিষেক

কিন্তু এখান থেকেই অসম্ভবকে সম্ভব করে দেখালেন সাত নম্বরে ব্যাট করতে নামা আশুতোষ শর্মা। হবে না, আর হবে না, দর্শকদের এমন সব কথাকে মিথ্যা প্রমাণ করে ম্যাচের শেষ ওভারে শাহবাজ আহমেদের তৃতীয় ডেলিভারিটা ওভার বাউন্ডারি হাঁকিয়ে দলকে বিশ্বাস্য জয় এনে দিলেন আশুতোষ। শেষ তিন ওভারে জিততে হলে দিল্লিকে করতে হত ২৩ রান। সেটা একাই করে দিলেন মধ্যপ্রদেশের তারকা ব্যাটার। ৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েও ২০৯ রান তাড়া করে জিতল দিল্লি।

এভাবেও জেতা যায়!

৩ কোটি ৮০ লক্ষ টাকায় আশুতোষকে কিনেছিল দিল্লি

পঞ্জাব কিংস ছেড়ে দেওয়ার পর এবারের আইপিএলের নিলামে আশুতোষকে ৩ কোটি ৮০ লক্ষ টাকায় কিনেছিল দিল্লি। এদিন দিল্লির ব্যাটিংয়ে সব তারকারা পুরোপুরি ব্যর্থ হন-জ্যাক ফ্রেসার-ম্যাকগুর্ক (১) থেকে ফাফ দুপ্লেসি (২৯), অভিষেক পোড়েল (০), সমীর রিজভি-রা (৪) ব্যর্থ হন। তেমন কিছুই করতে পারেননি অধিনায়ক অক্ষর প্যাটেল (২২)। তবে আট নম্বরে ব্যাট করতে নামা ভিপরাজ নিগম-কে (১৫ বলে ৩৯) নিয়ে অসাধ্যসাধন করলেন আশুতোষ। লখনৌয়ের দুই বিদেশী নিকোলাস পুরান (৩০ বলে ৭৫) ও মিচেল মার্শ (৩৬ বলে ৭২)-এর দুরন্ত ইনিংস শেষ পর্যন্ত বৃথা গেল।

জমে গেল আইপিএল

এখানেই আইপিএলের মহিমা, হার ম্যাচ যেভাবে জেতালেন তিনি, তাতে শুধু দিল্লি নয়, টুর্নামেন্টটাই জমে গেল।