দিল্লি, ৭ জুলাই: ভয়াবহ বন্যায় (Texas Flass Flood) ভাসছে টেক্সাস। মার্কিন মুলুকের (US) এই অংশে ভয়াবহ বন্যার (Flood) জেরে এখনও পর্যন্ত ৮২ জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলছে। তবে বেসরকারিভাবে এই মৃত্যুর সংখ্যা ঠিক কত, সে বিষয়ে জানা যায়নি। টেক্সাসে ভয়াবহ বন্যার জেরে গুাডালুপে নদীতে তল্লাশির কাজ শুরু হয়েছে। ওই নদীতে কেউ ভেসে গিয়েছেন কি না, তা নিয়ে খোঁজ শুরু করেছে প্রশাসন। গুডালুপে নদী থেকে কাউকে উদ্ধার করা না গেলেও, বন্যার জেরে এই নদীর যে ভয়াবহ রূপ টেক্সাসের মানুষ দেখেছেন, তার জেরে আতঙ্ক, আশঙ্কা ছড়াতে শুরু করেছে। টেক্সাসের বন্যা বিধ্বস্ত এলাকাগুলি থেকে মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। জানা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই টেক্সাসে যাবেন এবং বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন।
সবেচেয় আতঙ্ক এবং আশঙ্কার খবর যেটি আসছে. তা হল টেক্সাসের বন্যায় যে ৮২ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ২৮শিশু রয়েছে। টেক্সাসের শেরিফ রবিবার এই খবর জানিয়েছেন। তবে সময় গড়ালে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
এই মুহূর্তে টেক্সাস থেকে ঠিক কতজন নিখোঁজ, সে বিষয়ে স্পষ্ট তথ্য মেলেনি। তবে ৪১ জনের খোঁজ মিলছে না। যাঁদের মধ্যে ১০ জন মহিলা রয়েছেন বলে রিপোর্টে প্রকাশ।
প্রত্যক্ষদর্শীদের কথায়, টেক্সাসে যে বন্যা হয়েছে, তাঁর মৃত্যু ফাঁদ। কালো মৃত্যুর দেওয়ালের মত বন্যার জল তাঁদের ঘিরে ধরতে শুরু করে। যার জেরে একের পর এক মৃত্যুর খবর সামনে আসতে শুরু করে। তবে টেক্সাসের এই ভয়াবহ বন্যার আগে স্থানীয়দের কেন সতর্ক করা হল না, তা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছে।
দেখুন বন্যার জলে ভেসে যাচ্ছে আস্ত বাড়ি। ঘরের ভিতরে মানুষ রয়েছেন, তবে জল যে মৃত্যুর ঘেরাটোপ তৈরি করেছে, সেই চক্রবূহ্য থেকে কেউ বেরোতে পারছেন না। এমনই একটি ফুটেজ এবার ভাইরাল হতে শুরু করেছে। যা দেখলে ভয়ে গায়ে কাঁটা দেবে আপনারও...
SEE IT: Additional footage of the flooding in central Texas, a house can be seen getting swept down with people inside it.pic.twitter.com/E2mtgxmsSk https://t.co/1seGtKz1L4
— Resist Times (@resistupdates) July 4, 2025
কয়েক মুহূর্তের মধ্যে বন্যার জল কীভাবে সর্বত্র গ্রাস করতে শুরু করেছে দেখুন...
Shocking video shows how quickly the Texas flood waters rose over 20 feet in as little as 37 minutes #PrayForTexas pic.twitter.com/IVgq8h82DI
— Bittu (@iamrealbittu) July 6, 2025
বাড়ি ডুবিয়ে নিয়ে দেখুন কীভাবে ভয়াবহভাবে বইছে টেক্সাসের নদী....
Texas flooding death toll rises to 68; rescuers search for over 20 girls
LIVE UPDATES: https://t.co/rH9Y1awrq6pic.twitter.com/kRYY3kIGff
— Resist Times (@resistupdates) July 6, 2025