Texas Flash Floods: প্রবল বৃষ্টিপাতের জেরে আমেরিকার টেক্সাসে (Texas) আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সাজানো গোছানো রাজ্য ভেসে যাচ্ছে জলে। ভয়াবহ হড়পা বান দেখা দিয়েছে টেক্সাসে। মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। তার মধ্যে রয়েছে প্রায় ১৫ জন শিশু। রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতির মাঝে নিখোঁজ অনেকে। তাঁদের সন্ধানে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে উদ্ধারকারী দল। তাই নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে টেক্সাস প্রশাসন।
মুষলধারে বৃষ্টির ফলে শুক্রবার টেক্সাসের গুয়াদালুপ নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে হড়পা বান দেখা দিয়েছে। ভাসিয়ে দিয়েছে গোটা এলাকা। এই হড়পা বানকে রাজ্যের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় বলে বর্ণনা করেছেন স্থানীয়রা। কয়েক মাসের বৃষ্টি যেন ওই দিনই ঢেলে দিয়েছে প্রকৃতি। ভয়ঙ্কর তাণ্ডবলীলা চলেছে মধ্য টেক্সাসের কের কাউন্টিতে। চারিদিকে কেবল কর্দমাক্ত ধ্বংসস্তূপ। ভেঙে পড়েছে বেশ কিছু ঘরবাড়ি, গাছ। আর তার মধ্যে থেকেই চলছে প্রাণের সন্ধান। বন্যা থেকে বাঁচতে গাছের উপর উঠে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। কোথায় কাদায় আটকে রয়েছে গাড়ি। তো কোথাও আবার জলের স্রোতের সঙ্গে গাড়ি ভেসে চলে যাচ্ছে। দুর্যোগের মধ্যে থেকে এখন পর্যন্ত প্রায় ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে।
আকস্মিক বন্যায় টেক্সাসের পরিস্থিতি ভয়াবহ
At least 13 people are dead and more than 20 people were unaccounted for after heavy rain lashed Texas, leading to "catastrophic" flooding, authorities said Friday.
Children are among the dead, and about 23 campers from a summer camp in the area, Camp Mystic, were unaccounted… pic.twitter.com/4wrT0Zsm3d
— ABC News (@ABC) July 4, 2025
টেক্সাসের ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'টেক্সাসের ভয়াবহ বন্যায় প্রাণহানির খবরে, বিশেষ করে শিশুদের প্রাণহানির খবরে গভীরভাবে দুঃখিত। মার্কিন সরকার এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল'।
মোদীর শোকবার্তাঃ
Deeply saddened to learn about loss of lives, especially children in the devastating floods in Texas. Our condolences to the US Government and the bereaved families.
— Narendra Modi (@narendramodi) July 5, 2025
বৃহস্পতিবার সকাল থেকে মধ্য ও দক্ষিণ টেক্সাসে বৃষ্টি শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে বৃষ্টির পরিমাণও বাড়তে থাকে এবং সন্ধ্যার পর তা রীতিমতো প্রবল বর্ষণে পরিণত হয়। বৃষ্টিতে টেক্সাসের গুয়াদালুপ নদীর জলস্তর বেড়ে দুই তীরে আকস্মিক বন্যা দেখা দেয়। টেক্সাসের উপ-গভর্নর ড্যান প্যাট্রিক এক সংবাদ সম্মেলনে জানান, মাত্র ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপ নদীর জল ২৬ ফুট বেড়ে গিয়ে এই ‘বিধ্বংসী বন্যা’ দেখা দিয়েছে।