Taliban (Photo Credit: ANI/Twitter)

কাবুল, ২৬ জুলাই: দেশের নিরাপত্তাজনিত সমস্ত সমস্যার সমাধান করা হয়েছে। ফলে হিন্দু (Hindu) এবং শিখ সম্প্রদায়ের মানুষ এবার আফগানিস্তানে (Afghanistan) ফিরতে পারেন। বিশ্বের দরবারে এবার এমনই আবেদন জানাল তালিবান সরকার। গত ২৪ জুলাই তালিবান (Taliban) সরকারের প্রতিনিধি মোল্লা আবদুল ওয়াসি দেখা করেন, আফগানিস্তানের হিন্দু এবং শিখ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে। মোল্লা আবদুল ওয়াসির সঙ্গে ওই বৈঠকের পরই তালিব সরকারের পক্ষে সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে দেশে ফেরার আবেদন জানানো হয়।

ইসলামিক স্টেট খোরাসানকে (ISKP)  তালিবান সরকার যেভাবে রুখে দিয়েছে, তার জন্য ধন্যবাদ জানান শিখ প্রতিনিধিরা।

আরও পড়ুন: SSC Scam: 'একুশে জিতেই কি ২১ কোটি লুট?' শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলকে কটাক্ষ দিলীপের

প্রসঙ্গত গত ১৮ জুন আফগানিস্তানের একটি গুরুদ্বারায় হামলায় চালায় ইসলামিক স্টেট খোরাসান। ১৮ জুুনের হামলার জেরে ২ জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকে আফগানিস্তান ছেড়ে পালাতে শুরু করেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। ফলে বিশ্বের দরবারে আফগানিস্তানের মাথা ক্রমশ নত হচ্ছিল। এবার দেশের নিরাপত্তাজনতি সমস্ত সমাধান করে হিন্দু এবং শিখরা যাতে আফগানিস্তানে ফেরেন, সেই আবেদন জানানো হয় তালিবান সরকারের তরফে।