Taliban 2.0 (Photo Credit: Twitter)

দিল্লি, ১ ডিসেম্বর: চলতি বছর ১৫ অগাস্ট কাবুল (Kabul) দখল করে তালিবান (Taliban)। কাবুল দখলের পর থেকে তালিবান ২.০ নিজেদের সঙ্গে পূর্বের সংগঠনের পার্থক্য প্রকাশ করতে চাইলেও, তা যে একেবারেই কার্যকর তারা করতে পারেনি, তা ফের প্রকাশ্যে এল হিউম্যান রাইটস ওয়াচ-এর একটি রিপোর্টে। হিউম্যান রাইটস ওয়াচ সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ্যে আনে। যেখানে দাবি করা হয়, ক্ষমতায় আসার পর থেকে তালিবান এখনও পর্যন্ত আফগানিস্তানের (Afghanistan) ১০০ পুলিশ (Police) অফিসারকে গায়েব করেছে। ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে অনেকের। আশরফ গনি সরকারের পতনের পর থেকে নিজেদের পুরনো রূপে ফিরতে শুরু করেছে তালিবান। যার জেরে আগের সরকারের একের পর এক পুলিশ কর্মীকে গায়েব করার কাজ শুরু করা হয়েছে তালিবানের তরফে।

হিউম্যান রাইটস ওয়াচের তরফে যে রিপোর্ট প্রকাশ্যে আনা হয় সেখানে উঠে আসে, তালিবান ক্ষমতায় আসার পর আফগান সেনা বাহিনীর তরফে অনেকেই আত্মসমর্পণ করতে চান। আফগান সেনা বাহিনীর যে সদস্যরা আত্মসমর্পণ করতে চান, তাঁদের ভাল জীবনের আশ্বাস দিয়ে শেষে গায়ের করা হচ্ছে। এমন অনেককেই বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সম্প্রতি জানা গিয়েছে হিউম্যান রাইটস ওয়াচের তথ্যে।

আরও পড়ুন:  Mamata Banerjee: বিজেপি বিরোধী জোটে প্রত্যেককে স্বাগত, ইউপিএ-র অস্তিত্ব নেই, মমতাকে পাশে নিয়ে বললেন পাওয়ার

এদিকে আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্ক স্বাভাবিক করে, সে বিষয়ে আশা প্রকাশ করা হয়েছে। তবে চিন, পাকিস্তান ছাড়া এখনও পর্যন্ত পর্যন্ত কোনও দেশই তালিবান সরকারকে মান্যতা দিতে রাজি নয় বলে জানা যাচ্ছে। আফগানভূমিকে ব্যবহার করে জঙ্গিরা যাতে নতুন করে ডালপালা বিস্তার করতে না পারে, সে বিষয়ে সুর চড়ানো হয়েছে ভারতের তরফেও।