Gold Dust in Euphrates River (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ৪ অগাস্ট: সিরিয়ার (Syria) রাক্কায় (Raqqa) নাকি সোনার ধুলো মিলছে। নদীর পাড়ে গর্ত খুঁড়ে সেই সোনার ধুলো, সোনার গুড়ো তুলে আনার চেষ্টা চালাচ্ছেন গ্রামের মানুষ। সম্প্রতি এমনই একটি ভাইরাল ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয় হইচই।

রাক্কায় ইউফ্রেটিস নদীর তীরে মানুষ হুমড়ি খেয়ে সোনা খুঁজছেন, এমন ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয় শোরগোল। নদীর পাড়ের মাটি এফোঁড়, ওফোঁড় করে সেখানে সোনা খোঁজার (Gold Dust) চেষ্টা চালাচ্ছেন মানুষজন। এমন ছবি নিয়ে জোরদার শোরগোল শুরু হলে, বেশ কিছু কটূক্তিও ভেসে উঠতে শুরু করে। যেখানে ইউফ্রেটিস নদীর জল একদিন আর থাকবে না। ইউফ্রেটিস নদীর জল একদিন শুকিয়ে যাবে। ফলে তখন নদীর পাড়ে বসে মাটি খুঁজে আর কেউ সোনা বের করে নিয়ে আসতে পারবেন না বলে কটাক্ষ করেন অনেকে। সবকিছু মিলিয়ে ইউফ্রেটিস নদীর (Euphrates River) তীরে রাক্কা অর্থাৎ সিরিয়ার মানুষ যেভাবে সোনার গুড়ো খুঁজতে শুরু করে, তা দেখে কার্যত অবাক হয়ে যান বহু মানুষ।

দেখুন ইউফ্রেটিস নদীর তীরে সোনা খোঁজার সেই ছবি...

 

যদিও ইউফ্রেটিস নদীর তীরে কোনও ধরনের সোনার গুড়ো পাওয়া যাচ্ছে কি না, সে বিষয়ে কোনও সংবাদমাধ্যমের তরফে নিশ্চিত খবর প্রকাশ করা হয়নি। আল জাজিরা থেকে বিবিসি,  আন্তর্জাতিক কোনও সংবাদমাধ্যমের তরফে ওই খবর প্রকাশ করা হয়নি। সিরিয়া সরকারের তরফেও এ বিষয়ে কোনও ধরনের মন্তব্য করা হয়নি। ফলে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেই চর্চা অব্যাহত।

ইউফ্রেটিস নদীর তীরে কোনও ধরনের সোনার গুড়ো নেই। মিথ্যে খবর প্রচার করা হচ্ছে বলে দাবি করেন বহু মানুষ।