কলম্বো, ১৪ জুলাই: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতবয়া রাজাপাক্ষেকে নিয়ে ফের চাঞ্চল্য ছড়িয়েছে। শ্রীলঙ্কা ছেড়ে গোতবয়া রাজাপাক্ষে মালদ্বীপে উড়ে যান বলে জানা যায়। তবে মালদ্বীপ থেকে গোতবয়া রাজাপাক্ষে সিঙ্গাপুরে উড়ে যান বলে শোনা যায়। মালদ্বীপ থেকে গোতবয়া রাজাপাক্ষে সৌদি বিমানে চেপে সিঙ্গাপুরে উড়ে যান বলে খবর।
এদিকে গোতবায়া রাজাপাক্ষে (Gotabaya Rajapaksa) দেশ ছেড়ে পালানোর পর থেকে জ্বলতে শুরু করে শ্রীলঙ্কা (Sri Lanka)। গোতবয়া শ্রীলঙ্কা ছাড়তেই প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘের অফিস ঘিরে ফেলে বিক্ষোভকারীরা। রনিল বিক্রমসিংঘকেও এবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে বলে দাবি জানাতে শুরু করে বিক্ষোভকারীরা। পুলিশ এবং সেনা বাহিনী বিক্ষোভকারীদের বাধা দিলেও, তাদের বাগে আনতে পারেনি। রনিল বিক্রমসিংঘের অফিসে প্রবেশ করে, বুধবার থেকে সেখানে ডেরা জমিয়ে বসে থাকতে শুরু করে বিক্ষোভকারীরা।
তবে প্রধানমন্ত্রীর অফিসে যাতে বিশৃঙ্খলা তৈরি না হয়, তার জন্য কড়া পাহারায় রয়েছে পুলিশ এবং সেনা বাহিনী।