আগামী ১৪ নভেম্বর শ্রীলঙ্কায় সাধারণ নির্বাচন। সেই নির্বাচনের প্রচারাভিযান শেষ হয়ে গেল গতকাল (১২ নভেম্বর) মধ্যরাতে। শ্রীলঙ্কার নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচনের দিন পর্যন্ত সকল প্রচার কার্যক্রম এখন নিষিদ্ধ। শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনের জন্য বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টার মধ্যে ১৩,৪০০টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে যেখানে ১৭ মিলিয়ন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। ২২টি নির্বাচনী জেলা এবং ২৯টি জাতীয় তালিকার আসন থেকে ১৯৬টি আসনের মাধ্যমে ৮৮০০ জনেরও বেশি প্রার্থী নির্বাচন করার জন্য ভোটের ময়দানে নেমেছেন।
#SriLanka | Campaigning for the #GeneralElections in Sri Lanka ends. A silent period will then begin, prohibiting any campaign activities until election day. Polling will be held on November 14th between 7 a.m. and 4 p.m. at over 13,400 polling stations.@DrAMFarooqi reports pic.twitter.com/yvKVMPa00k
— DD India (@DDIndialive) November 12, 2024
রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকের (President Anura Kumara Dissanayake) নেতৃত্বে এই সাধারণ নির্বাচন দেশের রাজনৈতিক ভবিষ্যতকে এক সুরে বেঁধে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বরে শ্রীলঙ্কা এনপিপি প্রার্থী দিসানায়েকে প্রেসিডেন্ট নির্বাচিত হন। কার্যভার গ্রহণের কয়েকদিন পর, মিঃ ডিসানায়েকে পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে দ্রুত নির্বাচনের পথ তৈরি করেন। ২২টি নির্বাচনী জেলার মধ্যে, গাম্পাহাকে সর্বাধিক আসন বরাদ্দ করা হয়েছে ১৯টি, যা আগের নির্বাচনের চেয়ে একটি বেশি। আর ৪টি আসন ত্রিনকোমালিকে দেওয়া হয়েছে যা সবচেয়ে কম। সংসদে সংখ্যাগরিষ্ঠতার জন্য ১১৩টি আসনের প্রয়োজন হবে।
Campaigning for the General Elections in Sri Lanka is scheduled to end at midnight tonight.
A silent period will begin then, prohibiting any campaign activities until election day.
The Commission has also given candidates until midnight tomorrow to dismantle their election… pic.twitter.com/JnL1cMLht0
— All India Radio News (@airnewsalerts) November 11, 2024
নির্বাচন কমিশন জানিয়েছে যে দ্বীপ জুড়ে নির্বাচন প্রক্রিয়ার জন্য ৭৫০০০ এরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিশিষ্ট প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী ডঃ হরিণী অমরাসুরিয়া, বিরোধীদলনেতা সজিথ প্রেমাদাসা, প্রাক্তন প্রধানমন্ত্রী দিনেশ গুণবর্ধন, বিজিতা হেরাথ, হর্ষা ডি সিলভা, এরান বিক্রমারত্নে, মানো গণেশন সহ প্রমুখ।