Silicon Valley Bank

নিউ ইয়র্ক, ১২ মার্চ: গোটা মার্কিন যুক্তরাষ্ট্রকে আশঙ্কায় রেখে দেশের ১৬তম বড় সিলিকন ভ্যালি ব্যাঙ্ক (Silicon Valley Bank) পুরোপুরি বন্ধ হওয়ার মুখে। সিলিকন ভ্যালি ব্য়াঙ্ক বিপর্যয়ের জেরে ১ লক্ষ মানুষ কর্মহারা বা চাকরি যেতে পারে বলে আশঙ্কা। পাশাপাশি ১০ হাজার স্টার্টআপ ব্য়াপকভাবে আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্থ হওয়ার মুখে। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রককে চিঠি লিখে এমন কথাই জানিয়েছেন ওয়াই কম্বিনেটর।

সিলিকন ভ্যালি ব্যাঙ্কে ৩৭ হাজার ছোট ব্যবসার আড়াই লক্ষ মার্কিন ডলারের বেশী জমা রাখা আছে। যা এখন পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে। আরও পড়ুন-কেকে-র ছায়া, মঞ্চে গান গাইতে গাইতেই মৃত্যু দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ব়্যাপার কোস্তা টিটস্চের, দেখুন ভিডিয়ো

দেখুন টুইট

বিশ্বজুড়ে ব্যাঙ্কিং শেয়ারকে সমস্যায় ফেলে সিলিকন ভ্যালি ব্যাঙ্ক (Silicn Valley Bank) -কে বন্ধ করার নির্দেশ দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক নিয়ন্ত্রক সংস্থা (US Regulators, ইউএস রেগুলেটার)। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম বড় ব্যাঙ্ক ছিল। যাদের কাছে ২১০ বিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি ছিল। বেশ কিছু অনিয়মের অভিযোগ, পাশাপাশি এই ব্য়াঙ্কের স্টক ৮৫ শতাংশ নেমে যাওয়ার পড়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হল।

২০০৮ আর্থিক সঙ্কটের পর এটাকেই সবচেয়ে বড় ব্যাঙ্কিং ব্যর্থতা ধরা হচ্ছে। এবার থেকে সিলিকন ভ্যালি ব্য়াঙ্ক থাকবে ফেডেরাল ডিপোজিট ইনসুরেন্স কর্পোরেশন (FDIC)-এর অধীনে। সিলিকন ভ্যালি ব্যাঙ্ক বন্ধের ফলে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাঙ্কিংয়ে প্রভাব ভারতে সেভাবে প্রভাব পড়বে না বলেই বিশেষজ্ঞমহলের মত।