হজ (Photo Credits: ANI)

রিয়াধ, ২৩ জুন: সোমবার হজ নিয়ে নয়া ঘোষণা করল সৌদি আরব (Saudi Arabia)। জানানো হল, চলতি বছরে সীমাবদ্ধ ভাবে হজ অনুষ্ঠিত হবে। বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের থাবা অব্যাহত, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হল। এই মুহূর্তে যেসব পুণ্যার্থীরা রিয়াধে রয়েছেন, তাঁদেরকেই জুলাইয়ের শেষের দিকে হজ পালনের অনুমতি দেওয়া হবে। এই প্রসঙ্গে সৌদির সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ সৌদি আরবে বসবাস করেন। তাঁরাই এবছর হজ পালনের অনুমতি পাচ্ছেন। খুব কম সংখ্যাক পুণ্যার্থী হজ করতে পারবেন। এবং হ পালনের সময় সমস্ত রকম সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। মহামারী সংক্রান্ত সুরক্ষাবিধি মানতে হবে। আরও পড়ুন-Hajj 2020: শিয়রে করোনাভাইরাস, সৌদিতে বসবাসকারী বিভিন্ন দেশের নাগরিকরাই এবার হজ পালন করবেন

বিশ্বে কোভিড-১৯ আক্রান্ত পরিস্থিতি দেকেই এই বিরাট সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৯এ প্রায় ২০ লক্ষ ৫০ হাজার পুণ্যার্থী হজ পালন করেন। কিন্তু চলতি বছরে মহামারীর কারণে পুণ্যার্থীরা সৌদি আরবে আসতে পারেননি। স্বভাবতই হজ পালনের সুযোগ ঘটেনি। এদিকে ধীরে ধীরে মহামারী সংক্রান্ত লকডাউন থেকে সরছে সৌদি আরব। পবিত্র শহর মক্কার মসজিদগুলিও একে একে খুলে যাচ্ছে। রমজানের শেষে যে রাতে কার্ফিউ জারি হয়েছিল তা রবিবার পুরোপুরি তুলে নেওয়া হয়। এখনও পর্যন্ত সৌদি আরবে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫৭ হাজার ৬১২।