Vladimir Putin: পা কাঁপছে ভ্লাদিমির পুতিনের, অসুস্থ রুশ প্রেসিডেন্ট? ভাইরাল ভিডিয়ো
Vladimir Putin (Photo Credits: IANS)

মস্কো, ১৫ জুন:  ফের ভাইরাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin ) একটি ভিডিয়ো। যেখানে ক্রেমলিনের একটি অনুষ্ঠানে হাজির পুতিনকে দেখে সমালোচনা শুরু হয়ে যায়। ক্রেমলিনের ওই অনুষ্ঠানে ভ্লাদিমির পুতিন যখন মাইকের সামনে বলতে ওঠেন, তখন তাঁর পা কাঁপতে শুরু করে। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

নিউ ইয়র্ক টাইমসের তরফে সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করা হয়। যেখানে দেখা যায়,  ক্রেমলিনের একটি অনুষ্ঠানে হাজির রুশ প্রেসিডেন্ট। তবে ওই অনুষ্ঠানে একেবারে অন্যরকম দেখায় পুতিনকে। শুধু তাই নয়, মাকের সামনে বলতে গিয়ে পুতিনকে বার বার এদিক ওদিক পা ঘোরাতেও দেখা যায় ওই ভিডিয়োতে। দেখুন...

আরও পড়ুন:  Madhya Pradesh: বাবা,মা বেরিয়ে যেতেই ২ বছরের শিশুকে নির্মমভাবে মারধর আয়ার, মধ্যপ্রদেশের ঘটনায় চাঞ্চল্য

প্রসঙ্গত ইউক্রেনে (Ukraine) বিশেষ সেনা অভিযান শুরুর পর থেকে পুতিনের শারীরিক অবস্থা ভাল নয়। এমন বেশ কিছু খবর প্রকাশ্যে আসতে শুরু করে। এমনকী, পুতিন যাতে বেশি সময় বাইরে না কাটান, বেশি জনবহুল জায়গায় না কাটান, সে বিষয়ে চিকিৎসকদের তরফে পরামর্শ দেওয়া হয় বলে খবর। যদিও পুতিনকে কখনও এ বিষয়ে সরাসরি মুখ খুলতে দেখা যায়নি।