মস্কো, ২০ আগস্ট: বিষ দেওয়া হল রশিয়ার বিরোধী রাজনীতিক অ্যালেক্সি নাভালানিকে (Alexei Navalny)। বৃহস্পতিবার আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সাইবেরিয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন সকালে দুঃসংবাদটি দিলেন ওই রাজনীতিকের মুখপাত্র। এক টুইট বার্তায় মুখপাত্র কিরা ইয়ারমিশ বলেন, “রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একমাত্র প্রতিদ্বন্দ্বি বছর ৪৪-এর অ্যালেক্সি নাভালানি টমস্ক থেকে বিমানে মস্কোয় ফিরছিলেন। আকাশ পথে যাত্রার সময়ই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখনই টমস্কতে বিমানটিকে জরুরি অবতরণ করান পাইলট। ততক্ষণে আসনেই জ্ঞান হারিয়েছেন অ্যালেক্সি নাভালানি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত ভেন্টিলেশনে রয়েছেন এই রুশ রাজনীতিক। সকালবেলা চা পান করেন অ্যালেক্সি নাভালানি। সম্ভবত ওই চায়ের সঙ্গেই কিছু মেশানো ছিল। যার ফলেই তিনি এতটা অসুস্থ হয়ে পড়েছেন।” আরও পড়ুন-COVID-19 Cases In India: ১ দিনে সংক্রামিত প্রায় ৭০ হাজার, ভারতে মোট করোনা আক্রান্ত ২৮ লাখেরও বেশি
কিরা ইয়ারমিশ আরও বলেন, “পরীক্ষা নিরিক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন অ্যালেক্সি নাভালানির শরীরে গরম তরলের সঙ্গে গিয়েছে বিষ।” এর পরেই অ্যালেক্সি নাভালানির প্রতিনিধি দলের তরফে ওই হাসপাতাল থেকেই পুলিশকে খবর দেওয়া হয়। এই মুহূর্তে অ্যালেক্সি নাভালানির শারীরিক অবস্থা সংকটজনক। হাসপাতালের মুখ্য চিকিৎসকের বিবৃতি পেয়ে এমনটাই জানালো রাশিয়ান সংবাদ সংস্থা তাস। গতবছরও একবার অ্যালেক্সি নাভালানিকে বিষ প্রয়োগে মেরে ফেলার চেষ্টা করা হয়। সেই সময় এক প্রশাসনিক অভিয়োগের ভিত্তিতে জেলবন্দি ছিলেন অ্যালেক্সি নাভালানি। বন্দি অবস্থাতেই তিনি অসুস্থ হয়ে পড়লে জেল তেকে তড়িঘড়ি বিরোধী রাজনীতিককে হাসপাতালে পাঠানো হয়। এই সময়ও নাভালানির দলের সন্দেহ হয়েছিল যে তাঁকে বিষ প্রয়োগেই মেরে ফেলার চেষ্টা হচ্ছে। তবে সেই সময় চিকিৎসকরা বলেছিলেন, অ্যালেক্সি নাভালানির অ্যালার্জি রয়েছে। কোনও কিছু খাবার থেকেই তাঁর শরীর এতটা খারাপ হয়েছে। ওই দিনই সুস্থ বোধ করলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ফের জেলে ফেরেন অ্যালেক্সি নাভালানি। বছর ঘুরতে না ঘুরতেই আরও একবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ওই রাজনৈতিক নেতা। তবে এবার তাঁর খাবারে বিষ প্রয়োগের ঘটনাটি ব্যাক্যা করেছেন স্বয়ং হাসপাতালের চিকিৎসক। তাই বিষয়টি নিয়ে যে রাশিয়ার রাজনৈতিক বাতবারণ উত্তপ্ত হতে চলেছে তা এক প্রকার স্পষ্ট।