নতুন দিল্লি, ২০ আগস্ট: বুধবার সারাদিনে সর্বাধিক সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনার কবলে (COVID-19 Cases In India) পড়লেন ৬৯ হাজার ৬৫২ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ছাড়িয়ে গেল সঙ্গে সঙ্গেই। গতকাল সারাদিনে ৯৭৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্ত ২৮ লাখ ৩৬ হাজার ৯২৬ জন। এরমধ্যে ৬ লাখ ৮৬ হাজার ৩৯৫ জন সংক্রামিত রয়েছেন। যেখানে ইতিমধ্যেই করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ৯৬ হাজার ৬৬৫ জন। দেশে সবমিলিয়ে এখনও পর্যন্ত করোনার মৃত্যু মিছিলে শামিল ৫৩ হাজার ৮৬৬ জন।
বৃহস্পতিবার আইসিএমআর জানিয়েছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৬ লক্ষ ৬১ হাজার ২৫২টি নমুনার করোনা টেস্ট হয়েছে। শুধুমাত্র বুধবার ১৯ আগস্ট ৯ লাখ ১৮ হাজার ৪৭০টি নমুনার করোনা টেস্ট হয়েছে। গত ৭ আগস্ট ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছুঁয়ে ফেলে। এরপর প্রায় ২ সপ্তাহেরও কম সময়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ছাড়িয়ে গেল। এদিকে ৬ লাখ ২৮ হাজার ৬৪২ জন করোনা আক্রান্তকে নিয়ে দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে শুরু থেকেই সংক্রমণের হার ভয়াবহ। বুধবার সেখানে নতুন করোনা রোগী ১৩ হাজার ১৬৫ জন। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনার বলি ৩৪৬ জন। সবমিলিয়ে দেশের পশ্চিমাংশের এই রাজ্যে করোনার মৃত্যু মিছিলে শামিল ২১ হাজার ৩৩ জন। আরও পড়ুন-West Bengal Weather Update: পরপর নিম্নচাপ, মৌসুমি অক্ষরেখার সৌজন্যে আপাতত বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ
১ দিনে ৬৯ হাজার ৬৫২ জন করোনায় আক্রান্ত হলেন
Spike of 69,652 cases and 977 deaths reported in India, in the last 24 hours.
The #COVID19 tally in the country rises to 28,36,926 including 6,86,395 active cases, 20,96,665 cured/discharged/migrated & 53,866 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/1RWro1WWpE
— ANI (@ANI) August 20, 2020
আইসিএমআর-এর মোট টেস্ট সংখ্যা
Total number of samples tested up to 19th August is 3,26,61,252 including 9,18,470 samples tested yesterday: Indian Council of Medical Research (ICMR)#COVID19 pic.twitter.com/lEsfNeIOWR
— ANI (@ANI) August 20, 2020
মহারাষ্ট্রের পরেই করোনা আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এক সময় সেখানে মোট আক্রান্ত ছিল ৫ হাজার ৭৯৫ জন। বর্তমানে তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্ত ৩ লাখ ৫৫ হাজার ৪৪৯ জন। দাক্ষিণাত্যের এই রাজ্যে মৃত্যু মিছিলে শামিল ৬ হাজার ১২৩ জন। তামিলনাড়ুতে সবথেকে আক্রান্ত বেশি চেন্নাই শহরে। সেখানে মোট করোনা রোগীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ২৬৭ জন। আমেরিকা ও ব্রাজিলের পর ভারত বিশ্বের মধ্যে তৃতীয় করোনা বিধ্বস্ত দেশ। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২২.৩ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট বলছে, ২০ আগস্ট পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্ত ২ কোটি ২৩ লক্ষ ২২ হাজার ২০৮ জন। এখনও পর্যন্ত পৃথিবীতে করোনার বলি ৭ লাখ ৮৬ হাজার ১৮৫ জন।