কিভ, ১৮ মার্চ: রাশিয়ার লাগাতার বোমাবর্ষণে কার্যত ধ্বংসের রূপ নিয়েছে ইউক্রেন। ইউক্রেনের রাজধানী শহর কিভে বোমাবর্ষণের জেরে একের পর এক বাড়ি ভেঙে পড়তে শুরু করেছে। কিভের ওই ধ্বংসের ছবি দেখে শিউরে উঠতে শুরু করেছে প্রায় গোটা বিশ্ব।
Visuals from a war-torn Ukrainian capital Kyiv amid #UkraineRussiaConflict
(Pic Source: Reuters) pic.twitter.com/eApALpWf5Y
— ANI (@ANI) March 18, 2022
এদিকে ইউক্রেনে (Ukraine) যুদ্ধ বন্ধ করুন ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। রাশিয়ার বেশিরভাগ মানুষ এই যুদ্ধ চান না। তাই যত শিগগিরই সম্ভব, রুশ প্রেসিডেন্ট যাতে ইউক্রেনীয়দের উপর এই 'অত্যাচার' বন্ধ করেন, সে বিষয়ে আর্জি জানান ক্যালিফোর্নিয়ার প্রাক্তন মেয়র আরলন্ড।
আরও পড়ুন: Russia-Ukraine War: রুশ সেনাকে মিথ্যে বুঝিয়ে যুদ্ধে পাঠিয়েছেন পুতিন, জোরাল আক্রমণ আমেরিকার
আরনল্ড বলেন, রাশিয়ার মানুষের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক। রুশদের ভালবাসেন তিনি। রাশিয়ার (Russia) সাধারণ মানুষ এই যুদ্ধ সম্পর্কে কিছুই জানেন না। ক্রেমলিনে বসে এই যুদ্ধ শুরু করছেন ভ্লাদিমির পুতিন। তাই রুশ প্রেসিডেন্ট যাতে এই যুদ্ধ বন্ধ করেন, বার বার সেই আর্জি জানান ক্যালিফোর্ণিয়ার প্রাক্তন মেয়র।