
কিভ, ১৫ মার্চ: একটানা রুশ হামলার জেরে কার্যত তছনছ প্রায় গোটা ইউক্রেন (Ukraine)। ইউক্রেনের রাজধানী শহর কিভ রুশ সেনা (Russia) এখনও দখল করতে পারেনি কিন্তু সেখানকার অবস্থা কার্যত ভয়াবহ। কিভে লাগাতার বোমাবর্ষণ এবং মিসাইল হামলার জেরে ভেঙে পড়তে শুরু করেছে সেখানকার একের পর এক বাড়িঘর, বহুতল। কিভের একের পর এক ভিডিয়ো এবং ছবি দেখে গোটা বিশ্ব যখন শিহরিত, সেই সময় প্রকাশ্যে এল আরও বেশ কয়েকটি ফুটেজ। যেখানে সুন্দর সাজানোগোছানো কিভ যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বোমাবর্ষণের জেরে সেখানে একের পর এক বহুতল ভেঙে পড়তে শুরু করেছে আর শোনা যাচ্ছে মানুষের আর্তনাদ। বহু যত্নে সাজানো বাড়ি ভেঙে পড়তেই চোখের জলে, বিদায় নিচ্ছেন ইউক্রেনিয়নরা। দেখুন সেই ভিডিয়ো...
#WATCH | Visuals from a war-torn Ukrainian capital Kyiv amid #UkraineRussiaConflict
(Video Courtesy: Reuters) pic.twitter.com/K1qpEzRPjQ
— ANI (@ANI) March 15, 2022
এদিকে মঙ্গলবার সকালে ফের বিস্ফোরণে কেঁপে ওঠে কিভ (Kyiv)। পরপর ৩টি শক্তি শালী বিস্ফোরণে (Blast) মঙ্গলবার সকালে কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী শহর। তবে কিভের ঠিক কোন অঞ্চলে পরপর ৩বার আজ বিস্ফোরণ হয়, সে বিষয়ে সুস্পষ্ট তথ্য এখনও মেলেনি।
আরও পড়ুন: Russia-Ukraine War: রাশিয়ার আগ্রাসন অব্যাহত, আজ সকালে পরপর ৩বার জোরাল বিস্ফোরণে কেঁপে উঠল কিভ
প্রসঙ্গত সোমবারও জোরাল বিস্ফোরণে কেঁপে ওঠে কিভ। যার জেরে বেশ কয়েকজনের মৃত্যুর খবর মেলে। আহত হন আরও বেশ কয়েকজন সাধারণ নাগরিক। সেই রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার ফের পরপর ৩বার শক্তিশালী বিস্ফোরণের শব্দ কানে আসে কিভ থেকে।