কিভ, ৮ মার্চ: জোরদার বিস্ফোরণে কেঁপে উঠল কিভ (Kyiv)। ইউক্রেনের রাজধানীতে জোরদার বিস্পোরণের জেরে ৩ জনের মৃত্যু হয়। আহত হয় ৩ শিশু। যার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা কিভ শহর জুড়ে।
#BREAKING Three killed, three children wounded by anti-personnel mine north of Kyiv: official pic.twitter.com/2sehsUsTbu
— AFP News Agency (@AFP) March 8, 2022
এদিকে ইউক্রেনের (Ukraine) যুদ্ধ বিধ্বস্ত শহর সুমি (Sumy)থেকে সমস্ত ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জানানো হয় বিদেশ মন্ত্রকের (MEA) তরফে। বিদেশ মন্ত্রকের তরফে মঙ্গলবার বিকেলে জানানো হয়, সুমিতে আটকে থাকা সমস্ত ভারতীয় পড়ুয়াদের (Indian Student) উদ্ধার করা হয়েছে। অপারেশন গঙ্গার মাধ্যমে পশ্চিম ইউক্রেনের এই শহর থেকে ৬৯৪ জন পড়ুয়াকেই উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি নিজে ট্যুইট করে সুমি থেকে পড়ুয়াদের উদ্ধারের খবর জানান। প্রসঙ্গত বিদেশ মন্ত্রকের আগে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী জানান, সুমিতে আটকে নেই ভারতীয়রা। ইউক্রেনের যুদ্ধ বিধ্বস্ত ওই শহর থেকে সব পড়ুয়াদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে।