Russia-Ukraine War (Photo Credit: Twitter)

মস্কো, ২৫এপ্রিল:  রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine War) সীমান্তবর্তী এলাকায় হঠাৎ করে জ্বলতে শুরু করে রুশ তেলের ডিপো। রাশিয়ার ওই তেলের ডিপোয় হঠাৎ করে আগুনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি রুশ তেলের ডিপোয় কীভাবে আজ আগুন লাগে, সে বিষয়ে স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল (Viral)হয় রুশ তেলের ডিপোয় অগ্নিসংযোগের ঘটনা। তারপর থেকই শুরু হয় শোরগোল। প্রসঙ্গত,  মস্কোর (Moscow) দক্ষিণপশ্চিম থেকে ৩৮০ কিলোমিটার দূরে অবস্থিত এই তেলের ডিপো।

গত ২২ এপ্রিল ইউক্রেনের চুগুইভ, খারকিভে (Kharkiv) পরপর ২টি তেলের ডিপোয় আগুন লাগে। ওই ঘটনার পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই এবার ইউক্রেন সীমান্তে অবস্থিত রুশ তেলের ডিপোয় (Oil Depot) অগ্নি সংযোগের জেরে শোরগোল শুরু হয়েছে।

আরও পড়ুন:  Kangana Ranaut: ছোটবেলাতেই যৌন হেনস্থার শিকার, নির্যাতন নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাউত

ইউক্রেনের একটি হেলিকপ্টার রাশিয়ার বেলগরোডে অবস্থিত ডেলের ডিপোয় বোমাবর্ষণ করে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ উঠতে শুরু করেছে।