Russia-Ukraine War: খারকিভের পর কিভ, রাশিয়ার লাগাতার বোমাবর্ষণে ইউক্রেনের বড় ২ শহরে ভাঙছে বাড়িঘর
Russia-Ukraine War (Photo Credit: Twitter/ANI)

কিভ, ১ মার্চ:  খারকিভের (Kharkyiv) এবার কিভ (Kyiv) । ইউক্রেনের (Ukraine) প্রধান দুই বড় শহরে লাগাতার বোমাবর্ষণ করছে রুশ সেনা। রাশিয়ার বোমাবর্ষণের জেরে এবার ক্ষতিগ্রস্থ ইউক্রেনের একটি টেলিভিশনের টাওয়ার। যার জেরে ইউক্রেনে সংবাদ সঞ্চারও বেশ কিছু এলাকায় কার্যত বন্ধ হয়ে গিয়েছে বলে খবর।

এদিকে খারকিভের সেন্ট্রাল স্কয়ারে আজ বোমাবর্ষণ করে রাশিয়ান (Russia) সেনা। সেন্ট্রাল স্কয়ারের ধ্বংসাবশেষের ছবি উঠে আসতেই গোটা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়।

আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেনে যুদ্ধ শুরুর পর নিজের পরিবারকে সাইবেরিয়ায় লুকিয়ে ফেলেন 'অসুস্থ' ভ্লাদিমির পুতিন

অন্যদিকে রাশিয়ার একটানা আক্রমণের জেরে আজ ইউরোপীয় ইউনয়নের পার্লামেন্টে পুতিনের বিরুদ্ধে তোপ দাগেন রবিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমী বিশ্বের একতা সম্পর্কে অবগত নন ভ্লাদিমির পুতিন। পাশাপাশি ইউক্রেনে হামলা চালালে ইউক্রেনিয়ান সেনা এবং সেখানকার মানুষের বাধার মুখে রাশিয়াকে পড়তে হবে, তা ভাবনেনি পুতিন। পাশাপাশি ন্যাটোর শক্তিতে পুতিন অবক্ষয় ধরাতে পারবেন বলে মনে করেছেন। কিন্তু পুতিন যত ভাববেন ন্যাটোর শক্তিতে অবক্ষয় ধরাতে পারবেন, তত বাড়বে তার ক্ষুরধার শক্তি। এমন মন্তব্যও করতে শোনা যায় বরিস জনসনকে।