Anastasiia Lenna (Photo Credit: Instagram)

কিভ, ২৮ ফেব্রুয়ারি: মাতৃভূমির জন্য লড়াইয়ে নেমেছেন। তাই প্রাক্ত মিস ইউক্রেন (Ukraine) নিজের সাজপোশাক ছেড়ে নিয়েছেন অন্য রূপ। প্রাক্তন মিস ইউক্রেন আনাসতাসিয়া লেনা এবার যোগ দিলেন সেনা বাহিনীতে। নিজের পুরনো সাজপোশাক ছেড়ে আনাসতানিয়া লেনা হাতে বন্দুক নিয়ে ইউক্রেনের সেনা বাহিনীতে যোগ দেন। পাশাপাশি দেশের মানুষ যাতে এই দুঃসময়ে প্রত্যেকে সেনার সাহায্যে এগিয়ে আসেন, সেই আবেদন করেন আনাসতাসিয়া (Anastasiia Lenna)।

দেখুন আনাসতাসিয়ার ছবি....

 

 

View this post on Instagram

 

আনাসতাসিয়ার এই ছবি ভাইরাল...

 

View this post on Instagram

 

২০১৫ সালে মিস ইউক্রেনের মুকুট পরেন আনাসতাসিয়া লেনা। রূপোলি পর্দার মোড়কেই কাটছিল প্রাক্তন মিস ইউক্রেনের জীবন। কিন্তু রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর নিজের পুরনো জীবন বদলে ফেলেছেন প্রাক্তন মিস ইউক্রেন।  হাতে বন্দুক নিয়ে রাশিয়ার সেনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন তিনি।

সম্প্রতি প্রাক্তন বক্সার তথা কিভের মেয়র ভিতালি ক্লিৎস্কো দেশের প্রত্যেক মানুষকে ইউক্রনকে রক্ষার ডাক দেন। রাশিয়ার (Russia) সেনার হাত থেকে ইউক্রেনকে রক্ষা করতে প্রত্যেকে যাতে এগিয়ে আসেন, সেই আনেদন করেন ভিতালি। কিভের মেয়রের ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসেন আনাসতাসিয়া লেনা। পাশাপাশি ইউক্রেনকে রক্ষায় সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যে ভূমিকা নিচ্ছেন, তারও প্রশংসা করেন আনাসতালিয়া লেনা।