কিভ, ২১ মার্চ: ইউক্রেনে (Ukraine) অব্যাহত রুশ আগ্রাসন। তবে রুশ সেনা যতই হানাদারি চালাক না কেন, তাতে যে ইউক্রেনের মানুষ একেবারেই ভয় পাচ্ছেন না, তা ফের স্পষ্ট করলেন। ইউক্রেনের অন্যতম প্রধান শহরুগুলিতে রাশিয়ার হানাদারির মাঝে রুখে দাঁড়ান সাধারণ মানুষ। এমনকী, রুশ সেনা কর্মীকে হাতের কাছে পেয়ে অসন্তোষ প্রকাশ করতে শুরু করে উত্তেজিত জনতা। অবস্থা বেগতিক বুঝে রুশ সেনা শূণ্যে গুলি ছোড়ে। তাতেও কাজ হয়নি। ফলে ইউক্রেনীয় মানুষের ক্রোধ থেকে বাঁচতে শেষ পর্যন্ত সেখান থেকে সরে যেতে বাধ্য হয় পুতিন বাহিনী। দেখুন ভিডিয়ো...
Angry (and fearless) crowd confronting Russian troops in the occupied Ukrainian city of Energodar (home to the nuclear plant).
A Russian soldier fires his rifle over his head but the crowd doesn’t flinch. https://t.co/gxg8qH5GQF
— Patrick Reevell (@Reevellp) March 20, 2022
এদিকে সোমবার সকালে লাগাতার বোমাবর্ষণের পর রাশিয়া (Russia) যখন ইউক্রেনকে অস্ত্র সমর্পণ করার কথা জানায়, তা ততক্ষণাৎ নাকচ করে দেয় ইউক্রেনীয় বাহিনী। রাশিয়ার সামনে ইউক্রেন কখনও মাথা নত করবে না বলে স্পষ্ট জানিয়ে দেন সে দেশের উপপ্রধানমন্ত্রী।
মারিউপল (Mariupol) দখলের প্রচেষ্টার পাশাপাশি উত্তর কিভেও বোমাবর্শণ শুরু করে পুতিন বাহিনী। রবিবার রাতভর উত্তর কিভ জুড়ে হামলা চালায় রুশ সেনা। যার জেরে সোমবার সকালেই কিভে ৬ জনের মৃৃত্যুর খর মেলে।