সোমবার থেকে শুরু হল ইন্ডিয়া গ্লোবাল ফোরাম ইউএ ই ২০২২ (India Global Forum UAE 2022)। বিদেশ মন্ত্রী জয়শঙ্করের হাতে উদ্বোধন হল পাঁচ দিনের জমকালো এই ইভেন্টের। যা ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীসহ সারা বিশ্বের নেতৃস্থানীয় রাজনৈতিক, ব্যবসায়িক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের একত্রিত করবে। জি২০ (G20 Presidency) প্রেসিডেন্সিতে ভারতের আরোহণের পর এটিই প্রথম বড় আন্তর্জাতিক ইভেন্ট। ১২ থেকে ১৬ ডিসেম্বর অবধি দুবাই এবং আবুধাবিতে চলবে এই ইন্ডিয়া গ্লোবাল ফোরাম।
বৈশ্বিক জলবায়ু সুরক্ষার অংশ হিসাবে আয়োজিত ইন্ডিয়া গ্লোবাল ফোরাম ২০২২-এ অংশগ্রহণকারী ভারতের বিদেশমন্ত্রী জয় শঙ্কর বলেন, প্রকৃতি সংরক্ষণ ও বৈশ্বিক উষ্ণায়নের জন্য আমরা সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে একসঙ্গে কাজ করব। জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্ব উদ্বিগ্ন, তাঁর বক্তৃতাই উঠে এসেছে সেই কথাও। বিশেষ করে বিশ্বায়ন.. বিশ্বের দেশগুলিতে এর প্রভাব সম্পর্কে তিনি ব্যাখ্যা করেছেন। তিনি সম্পদ, সেবা ও উন্নয়নকে কোনো একটি দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিশ্বের সব দেশে সমানভাবে ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেন।তিনি মনে করিয়ে দেন যে ভারতের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীর একটি শক্তিশালী সম্পর্ক রয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই) ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার, দ্বিতীয় বৃহত্তম রফতানি বাজারও।
সোমবার ভারত-ইউএই-র ওপর ইন্ডিয়া গ্লোবাল ফোরামে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, “অন্য যে কোনও দেশের তুলনায় সংযুক্ত আরব আমিরশাহীতে বেশি ভারতীয় নাগরিক বসবাস করেন। অর্থাৎ আমরা মানুষের কথা বলি অথবা ব্যবসার বিষয়ে, সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে ভারতের দৃষ্টিভঙ্গিতে একটি বিশেষ গুরুত্ব রয়েছে।”