প্রয়াত ব্রিটেনের যুবরাজ ফিলিপ (Picture Credits: Twitter)

লন্ডন, ৯ এপ্রিল:  প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ব্রিটেনের যুবরাজ ফিলিপ (Prince Philip)। তাঁর বয়স হয়েছিল ৯৯। শুক্রবারই বাকিংহাম প্যালেসের তরফে তাঁর প্রয়াণের খবর জানানো হয়েছে। এডিনবরার ডিউক নামেও সুপরিচিত যুবরাজ ফিলিপ। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তারপর সুস্থ হয়ে রাজপ্রাসাদে ফিরেও যান তিনি। আজ এল রাজ পরিবার থেকে খারাপ খবর। শোকের ছায়া সমগ্র ব্রিটেন জুড়ে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন সরকার।

হৃদযন্ত্রের সমস্যা ও সংক্রমণ থাকার কারণে বেশ কিছু দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন তিনি। গত ফেব্রুয়ারির শেষে ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপকে সেন্ট্রাল লন্ডনের কিং এডওয়ার্ড দ্যা সেভেন্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তিনি খানিকটা সুস্থ হলে বাড়ি ফিরে যান। আগামী ১০ই জুন ডিউকের শততম জন্মদিন উদযাপনের কথা ছিল।

আরও পড়ুন, কোভিড ভ্যাকসিন নিয়ে ভাঙরা বরফ ঘেরা লেকে, ভাইরাল ভিডিয়

১৯৪৭ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন যুবরাজ ফিলিপ। এরপর ২০১৭ থেকে তিনি প্রায় জনসমক্ষের বাইরে চলে যান।