আমেদাবাদ, ২৪ ফেব্রুয়ারি: দুদিনের ভারত সফরে সস্ত্রীক আমেদাবাদে পৌঁছালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। সঙ্গে এসেছে মার্কিন প্রতিনিধিদের একটি দল। ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে আগেই বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দর থেকে নামার পর মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে স্বভাবসিদ্ধ বঙ্গিতে কোলাকুলি সেরে নেন নরেন্দ্র মোদি। যা দেখে স্মিত হাসি খেলে যায় মার্কিন ফার্স্ট লেটি মেলানিয়া ট্রাম্পের ঠোঁটের কোণে। এদিন আমেদাবাদে রোড শো করার কথা ট্রাম্পের। মোতেরা স্টেডিয়াম উদ্বোধনে যাবেন। তারপর জনতার দরবার। এরই মধ্যে থাকছে এলাহি খাবারের আয়োজন। তাজমহল দর্শনেও অভাবনীয় বন্দোবস্ত করা হয়েছে। খাবার থেকে জল সবেতেই মারকাটারি অভ্যর্থনা।
এই আয়োজন নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে সমালোচনা শুরু হয়েছে। ট্রাম্পের দুদিনের ভারত সফরে ১০০ কোটি টাকা খরচ করছে মোদি সরকার। এমনিতেই মন্দার ভারে মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি। এই বাজারে লোকজন চাকরি পাচ্ছে না। ছাঁটাই অব্যাহত। সেখানে এতগুলো টাকা দুদিনে উড়বে মানতে পারছেন না অনেকেই। যাইহোক রাতে দিল্লিতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর থাকার বন্দোবস্তও এলাহি হয়েছে বলে খবর। মোতেরা স্টেডিয়মে পৌঁছেছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। সঙ্গে রয়েছেন সচিব জয় শাহ। ভারতে আসার জন্য ট্রাম্প যে কতটা উদগ্রীব তা জানাতে হিন্দিতে করলেন টুইট। লিখলেন, “আমি ভারত সফরের জন্য মুখিয়ে আছি. এখন আকাশপথেই রয়েছি। কিছুক্ষণের মধ্যেই গন্তব্যে পৌঁছে যাব।” এই প্রথম ভারতে আসছেন ট্রাম্প। মার্কিন রাষ্ট্রপতি পদে বসার পর ২৩টি বিদেশ সফর সেরে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। ভারত হল ২৪-তম দেশে যেখানে এবার তিনি আসছেন। আর কয়েকঘণ্টা পরই ভারতে উপস্থিত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প (Melania Trump)। Donald Trump Tweets In Hindi: ‘ভারতে আসার জন্য মুখিয়ে আছি’, হিন্দিতে টুইট করলেন ডোনাল্ড ট্রাম্প
#WATCH US President Donald Trump and First Lady Melania Trump land in Ahmedabad, Gujarat. https://t.co/y2DoCY33WW pic.twitter.com/CBSu4MJnap
— ANI (@ANI) February 24, 2020
সোমবার সকাল ১১ টা ৪০ মিনিটে আহমেদাবাদের সর্দার বল্লভভাই আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেন ট্রাম্প। তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, কন্যা ইভাঙ্কা ট্রাম্প এবং জামাই জ্যারেড কুশনর। এই দিনটিকে মার্কিন প্রেসিডেন্টের কাছে স্মরণীয় করে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবরমতি আশ্রম ঘুরে দেখা থেকে দিল্লি সফর সবকিছু নিয়েই সফরের তালিকাটি তৈরি। ট্রাম্পের জন্য খাবার থেকে উপহার, সবকিছুকে বিশেষভাবে সাজানো হয়েছে। খাবারের প্ল্যাটার, উপহারে কী দেওয়া হবে আপাতত তা সকলেরই জানা। তাঁকে স্বাগত জানাতে গতকাল থেকেই মোতেরা স্টেডিয়ামে ভিড় লেগে গেছে।