দিল্লি, ১৪ অক্টোবর: ইজিপ্ট সম্মেলনে তোতা পাখির মত কথা বলে গেলেন পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফ (Shehbaz Sharif )। ইজিপ্ট সম্মেলনে বিশ্বনেতাদের একাংশ হাজির হন সোমবার। ইজরায়েল থেকে সোজা ইজিপ্টে চলে যান ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আর সেখানেই জর্জিয়া মেলোনি, কেইর স্টারমেরদের সঙ্গে হাজির হন পাকিস্তানের প্রধানমন্ত্রী সেহবাজ় শরিফও।
পাক প্রধানমন্ত্রীকে পাশে পেয়ে কার্যত তাঁর মাথায় কথার বোঝা চাপিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের বক্তব্যের মাঝে ইষৎ বিরতি নিয়ে পাক প্রধানমন্ত্রীকে বলতে বলেন। আর শ্যেন দৃষ্টি নিয়ে শরিফের দিকে চেয়ে থাকেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট যখন তাঁর পাশে দাঁড়িয়ে, তখন শেখানো বুলি আওড়ানো ছাড়া যে পাক প্রধানমন্ত্রীর আর কোনও রাস্তা ছিল না, তা সেই মুহূর্তের ছবি থেকে স্পষ্ট।
দেখুন কীভাবে ভয়ে ভয়ে থেকে ট্রাম্পের প্রশংসা করেন শেহবাজ় শরিফ...
पाकिस्तान का प्रधानमंत्री दुनिया भर के नेताओं के बीच में बोल रहा है
ट्रंप ने भारत और पाकिस्तान की वॉर रुकवा दी. ट्रंप ने ही सीजफायर कराया.
---
पाकिस्तान के प्रधानमंत्री के पीछे इटली की प्रधानमंत्री जॉर्जिया मेलोनी और ब्रिटेन के प्रधानमंत्री स्टार्मर खड़े हैं. pic.twitter.com/uWcMHsW60V
— Ranvijay Singh (@ranvijaylive) October 13, 2025
ট্রাম্প, মেলোনি, কেইর স্টারমেরদের মাঝে দাঁড়িয়ে শেহবাজ় শরিফ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন দারুণ মানুষ। তিনি যেভাবে ভারত, পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন, তা প্রশংসার যোগ্য। সম্প্রতি আরও একবার সংঘর্ষ বিরতি করিয়েছেন ট্রাম্প। নিজের দুর্দান্ত টিমকে নিয়ে ট্রাম্প যে কাজ করে চলেছেন, তা প্রশংসার যোগ্য বলেও মন্তব্য করেন শেহবাজ় শরিফ।
ট্রাম্পের প্রশংসায় শরিফ যখন পঞ্চমুখ, সেই সময় বার বার তিনি মার্কিন প্রেসিডেন্টের দিকে তাকাতে শুরু করেন। ট্রাম্প যখন তাঁর পাশে দাঁড়িয়ে, সেই সময় মার্কন প্রেসিডেন্টের প্রশংসা ব্যাতীত তাঁর কাছে যে আর কোনও রাস্তা ছিল না, তা তাঁর তোতা পাখির শেখানো কথা থেকেই স্পষ্ট হয়ে যায় বিশ্ব মঞ্চ থেকে।
প্রসঙ্গত ইজরায়েল এবং হামাসের সঙ্গে সংঘর্ষ বিরতির পর বেঞ্জামিন নেতানিয়াহুও ট্রাম্পের ভূয়ষী প্রশংসা করেন। এমনকী, সোমবার ট্রাম্প যখন ইজরায়েলের সংসদ ভবনে প্রবেশ করেন, সেই সময় প্রত্যেকে তাঁকে দেখে দাঁড়িয়ে পড়েন এবং অভিবাদন জানান। যে ভিডিয়ো হু হু করে ভাইরাল হয়ে যায়।