Donald Trump Gets Standing Ovation (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১৩ অক্টোবর: গাজ়ায় (Gaza) যুদ্ধ থামিয়েছেন। ইজরায়েলের (Israel) সঙ্গে হামাসের শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। যার জেরে ইজরায়েলি পণবন্দিদের মুক্ত করছে হামাস (Hamas)। রেড ক্রসের সঙ্গে হাত মিলিয়ে ইজরায়েলি পণবন্দিদের একে একে সামনে নিয়ে আসছে হামাস এবং তাঁদের মুক্ত করছে। অন্যদিকে বন্দি প্যালেস্তিনীয়দেরও ছাড়তে শুরু করেছে ইজরায়েল। ১২ জনের বেশি প্যালেস্তিনীয় বন্দি ভর্তি বাস ইজরায়েল থেকে ওয়েস্ট ব্যাঙ্কে এসে পৌঁছেছে। শান্তি চুক্তির ধাপ অনুযায়ী, প্যালেস্তিনীয় বন্দিদের ছাড়তে শুরু করেছে  ইজরায়েল।

শান্তি চুক্তির  জেরে একের পর এক পদক্ষেপ যখন মধ্য প্রাচ্যকে শান্ত করছে, সেই সময় ইজরায়েল সংসদে স্ট্যান্ডিং ওভেশন পেলেন ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েলি পণবন্দিদের যখন ছাড়া হচ্ছে এবং সেই সঙ্গে প্যালেস্তিনীয় বন্দিরা  ওয়েস্ট ব্যাঙ্কে হাজির হচ্ছেন, সেই সময় ট্রাম্পকে বিরল সম্মান দিল ইজরায়েল।

ইজরায়েলি সংসদ ভবনে মার্কিন প্রেসিডেন্ট প্রবেশ করতেই, প্রত্যেক দাঁড়িয়ে, হাততালি দিয়ে তাঁকে অভিবাদন জানান। যে প্রেক্ষাপটে কার্যত আপ্লুত হয়ে যান মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন: Gaza War: ইজরায়েলের পার্লামেন্টে দাঁড়িয়ে গাজায় যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সব জীবিত পণবন্দিদের মুক্তি হামাসের, দুবছরের ধ্বংসযজ্ঞের আপাতত অবসান

দেখুন ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলি সংসদে প্রবেশ করতেই তাঁকে অভিবাদন জানানো হয় এভাবে...

 

এসবের পাশাপাশি ইজরায়েল সংসদের স্পিকার আমির ওহানা বলেন, ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে পরমাণু যুদ্ধ বন্ধ হয়েছে। ইরান এবং ইজরায়েলের দ্বন্দ্বে যে পরমাণু হামলার আশঙ্কা তৈরি হয়েছিল, তা পুরোপুরি তেল আভিভের উপর চাপানোর চেষ্টা করেছিল তেহরান। ইরানের সেই অপচেষ্টাকে ডোনাল্ড ট্রাম্প রুখে দিয়েছেন বলে মন্তব্য করেন ইজরায়েলি সংসদের স্পিকার।