Gaza War: মধ্যপ্রাচ্যে স্মরণীয় দিন। দু'বছর পর গাজায় সরকারিভাবে থামল যুদ্ধ। হামাস সব জীবিত পণবন্দিদের মুক্তি দিল। গাজা থেকে সেনা সরাল ইজরায়েল। বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ শেষের ঘোষণা করলেন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে ঐতিহাসিক দিন। অবশেষে ইজরায়েলের সব পণবন্দিদের মুক্তি দিল হাামস। সোমবার ২০ জন জীবীত পণবন্দিদের ছেড়ে দিল হামাস। তার একটু আগেই ইজরায়েলের পা রাখেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প আসার কিছুক্ষণ আগেই গাজা থেকে সেনা সরিয়ে নেয় ইজরায়েল। ট্রাম্প সরাসরি জেরুজালেমের ক্নেসেতে (ইজরায়েলের পার্লামেন্ট) গিয়ে বক্তৃতা দিয়ে গাজায় যুদ্ধ শেষ এবং মধ্যপ্রাচ্য স্বাভাবিক হয়ে ওঠার ঘোষণা করলেন।
ট্রাম্পের শান্তি চুক্তি র প্রথম পর্যায় কার্যকর হতেই গাজায় থামল যুদ্ধ
ট্রাম্পের শান্তি চুক্তি মেনেই থামল যুদ্ধ। ট্রাম্প এদিন একেবারে ঝটিকা সফরে ইজরায়েলে আসেন। স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ মাত্র ৩-৪ ঘণ্টার ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট। সন্ধ্যার আগেই ট্রাম্প দেশে ফিরবেন।
শান্তি চুক্তিতে প্রধান মধ্যস্থতাকারী হিসাবে সই ট্রাম্পের
US President Donald Trump signs the Israeli Knesset guestbook with "This is My Great Honor — A Great And Beautiful Day. A New Beginning."#Israel #Trump #Netanyahu #MiddleEast pic.twitter.com/0gc1vI8iAt
— Geo Frontline (@geofrontlinetv) October 13, 2025
ইজরায়েলে হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে পণবন্দি করে গাজায় রেখেছিল হামাস
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা সীমান্ত পেরিয়ে ইজরায়েলে ঢুকে পড়ে বহু সাধারণ মানুষদের নৃশংসভাবে ধরে নিয়ে গিয়েছিল হামাস ও প্যালেস্টাইনের নানা সংগঠনের জঙ্গিরা। ইজরায়েলে হামলা চালিয়ে প্রায় ১২০০ মানুষকে হত্যা এবং ২৫১ জনকে পণবন্দি করে গাজায় নিয়ে যায় হামাস জঙ্গিরা। পণবন্দিদের মধ্যে ইজরায়েলি নাগরিক, বিদেশি এবং দ্বৈত নাগরিকত্বধারী ছিলেন। হামাসের হাতে পণবন্দি ২৫১ জনের মধ্যে প্রায় ৭০ জনমারা যান। এর মধ্যে আক্রমণের সম প্রায় ৩০-৪০ জন মৃতদেহ গাজায় নিয়ে যাওয়া হয়, যা পণবন্দি হিসেবে গণ্য হয়। গাজায় বন্দি থাকা অবস্থায় প্রায় ৩০-৪০ পণবন্দিদের হামাস হত্যা করে বা অবহেলায় মারা যায়। ইজরায়েলি গোয়েন্দা সূত্র অনুসারে, বাকি ৪৭ জনের মধ্যে অন্তত ২৫ জন মারা গিয়েছিলেন। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন ইজরায়েল-হামাসের সঙ্গে আলোচনার পর জীবিত অবস্থায় প্রায় ১৩৫ জন পণবন্দিদের ছাড়া হয়েছিল।
ইজরায়েলের ুপার্লামেন্ট প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ শেষের ঘোষণা
LIVE: Trump Delivers Remarks in Israel As Hamas' Hostages Are Freed https://t.co/p8xJbmcm3f
— Tactikal Templar (@TemplarsVoice) October 13, 2025
ট্রাম্পের শান্তি চুক্তির প্রথম পর্যায়ে সম্মত হয়েছে দুই পক্ষই
ট্রাম্পের শান্তি চুক্তির প্রথম পর্যায় মেনে ইজরায়েল তাদের জেলে বন্দি ২৫০ জন হামাস ও প্যালেস্টাইনের মুক্তি দিয়েছে, আর হামাসও তাদের হেফাজতে থাকা সব (২০ জন জীবীত) পণবন্দিদের মুক্তি দিল।
ইজরায়েলের পার্লামেন্টে ট্রাম্প
LIVE | Trump in Israel #trump #israel #gaza https://t.co/uhtKlKyE67
— News9 (@News9Tweets) October 13, 2025
হামাস এবার দ্বিতীয় পর্যায়ের কঠিন শর্ত মানবে কি?
পাশাপাশি গাজায় আক্রমণ বন্ধ ও সেনা সরিয়েছে ইজরায়েল। এবার ট্রাম্পের শান্তি চুক্তির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা বসছে ইজরায়েল ও হামাস। যুদ্ধ থামার পর এবার শান্তি চুক্তির দ্বিতীয় পর্যায়ে আরও জটিল এবং দীর্ঘমেয়াদী। যুদ্ধের স্থায়ী সমাপ্তি, গাজার পুনর্গঠন এবং শাসনের উপর ফোকাস করে। ট্রাম্পের শান্তি চুক্তি অনুযায়ী, হামাসকে সম্পূর্ণ অস্ত্র ছাড়তে হবে এবং গাজাকে অস্ত্রমুক্ত অঞ্চলে পরিণত করতে হবে। যেটা ইজরায়েলের দীর্ঘদিনের দাবি। হামাস এতে রাজি হয়ে গেলে তাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে।