দিল্লি, ৪ মার্চ: দ্বিতীয়বার পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শেহবাজ শরিফ (Shehbaz Sharif)। দ্বিতীয়বার পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়ে মূলত দুটি বিষয়ের উপর জোর দেন শেহবাজ। তিনি বলেন, ঋণে জর্জরিত পাকিস্তানের অর্থনীতিতে গতি ফেরাতে হবে। দ্বিতীয়ত দেশ থেকে সন্ত্রাসবাদ করতে হবে নির্মূল। অর্থাৎ দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়ে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদ নির্মূল করার ডাক দেন শেহবাজ শরিফ। সেই সঙ্গে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে বলেও শেহবাজ মন্তব্য করেন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই।
আরও পড়ুন: Pakistan Election Results 2024: লাহোর থেকে বিপুল ভোটে জিতলেন শেহবাজ শরিফ, হার ইমরানের দলের প্রার্থীর
শেহবাজ শরিফ এবার পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। ২০২২ সালে প্রথমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন পিএমএল-এনের এই নেতা। পাকিস্তানের ৩বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শেহবাজ দ্বিতীয়বার দেশের শীর্ষ আসনে বসে সন্ত্রাসবাদ নির্মূল করতে পারেন কি না, সেদিকে তাকিয়ে আন্তর্জাতিক মহল।