লাহোর, ৯ ফেব্রুয়ারি: লাহোর (Lahore) থেকে জিতলেন শেহবাজ শরিফ (Shehbaz Sharif)। পাকিস্তানের (Pakistan) সাধারণ নির্বাচনের ভোট গণনা যখন চলছে, তখন শুক্রবার সকালেই শেহবাজ শরিফের জয়ের খবর আসে। লাহোর থেকে ৬৩,৯৫৩ ভোটে বিপুলভাবে জয়ী হন শেহবাজ। পাকিস্তানের এআরওয়াই নিউজের তরফে এই খবর প্রকাশ করা হয়। পাক নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, লাহোর থেকে বিপুল ভোটে প্রাক্তন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জয়ী হয়েছেন বলে দাবি করা হয়। লাহোর থেকে নওয়াজ শরিফের বিপরীতে দাঁড়ান পিটিআইয়ের আফজল আজিম। ইমরান দলের এই নেতা ৪৮,৪৮৬ ভোট পেয়েছেন বলে খবর।
আরও পড়ুন: Pakistan General Elections 2024: পাকিস্তানে ভোট, উত্তেজনা প্রশমিত করতে দেশ জুড়ে বন্ধ মোবাইল পরিষেবা
সংবাদ সংস্থা ডন-এর খবর অনুযায়ী, পিএমএল-এন এই নির্বাচনে ইতিমধ্যেই ৪ আসনে জয় পেয়ে গিয়েছে। ফলে পাকিস্তানের সাধারণ নির্বাচনে এবার ফের পিএমএল-এন ক্ষমতায় ফিরতে পারে বলে অনুমান।
যদিও ইমরান খানের দলের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি।