কুলভূষণ যাদব(File Photo)

ইসলামাবাদ, ১৭ জুলাই: কুলভূষণ যাদবকে (Kulbhushan Jadhav) তৃতীয় কনসুলার অ্যাক্সেস (Consular Access) দেওয়ার প্রস্তাব দিল পাকিস্তান (Pakistan) সরকার। গতকাল দ্বিতীয় কনসুলার অ্যাক্সেস দেওয়া হয়। যদিও ভারতীয় নৌসেনা অফিসার কুলভূষণ যাদবকে দ্বিতীয় দফাতেও ভারতীয় দূতাবাসের অফিসারদের সঙ্গে বাধাহীন ও শর্তহীন ভাবে কথা বলতে দেয়নি পাকিস্তান। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবের অভিযোগ, ভয় দেখাতে বৃহস্পতিবার দূতাবাসের দুই অফিসারের সঙ্গে কুলভূষণের সাক্ষাতের পুরো মেয়াদটাই তাঁর গা ঘেঁষে দাঁড়িয়ে ছিলেন পাক আধিকারিকরা। ফলে প্রতিবাদ জানিয়ে চলে আসেন ভারতীয় কূটনীতিকেরা।

অনুরাগ শ্রীবাস্তবের আরও অভিযোগ, "কুলভূষণের সঙ্গে ভারতীয় দূতাবাস অফিসারদের কথাবার্তা চলাকালীন একটি ক্যামেরায় তা রেকর্ড করা হচ্ছিল। এ থেকেই প্রমাণ হয় পাকিস্তান কুলভূষণ প্রসঙ্গে আন্তর্জাতিক ন্যায় আদালতের রায় কার্যকর করতে রাজি নয়।" আজ পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, "কুলভূষণ যাদবকে তৃতীয় কনসুলার অ্যাক্সেসর প্রস্তাব দেওয়া হচ্ছে। বৈঠকে সুরক্ষা কর্মী না রাখার ভারতের দাবি পূরণে একটি নোট ভারবাল পাঠানো হয়েছে।" আরও পড়ুন: Kulbhushan Jadhav Granted Second Consular Access: কুলভূষণ যাদবকে দ্বিতীয় কনসুলার অ্যাক্সেস দিল পাকিস্তান

৮ জুলাই পাকিস্তান বলে, মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার কুলভূষণ যাদব তাঁর সাজা ও দোষী সাব্যস্ত হওয়ার রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করতে অস্বীকার করেছেন। পাকিস্তানের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এই দাবি করেন। তিনি বলেন, সাজা পর্যালোচনার জন্য আবেদন করার জন্য কুলযভূষণ যাদবকে বলা হয়েছিল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন, পরিবর্তে প্রাণভিক্ষার আবেদনের সিদ্ধান্ত নিয়েছেন। এরপরই ইসলামাবাদের মুখোশ খুলতে উঠে পড়ে লাগে ভারত। নিঃশর্ত ভাবে কুলভূষণের জন্য কনসুলার অ্যাক্সেস চায় ভারত।