Imran Khan, Asim Munir (Photo Credit: ANI/X)

দিল্লি, ৪ জুন: কতটা নোংরা হতে পারে পাকিস্তান (Pakistan) এবং সে দেশের সেনা প্রধান (Asim Munir), তা ইমরান খানের কথায় প্রকাশ পেল। জেল বন্দি ইমরান খান (Imran Khan Slams Pakistan Army Chief) এবার পাক সেনা প্রধান অসীম মুনিরের (Asim Munir) বিরুদ্ধে মুখ খোলেন। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, তাঁর আমলে অসীম মুনিরকে আইএসআইয়ের পদ থেকে সরানো হয়।

ইমরান নিজের এক্স হ্যান্ডেলে জানান, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের (ISI) পদ থেকেঅসীম মুনিরকে সরানো হয় তাঁর আমলে। নিজের পদের অবনতি মুনির মেনে নিতে পারেননি। ফলে তিনি ইমরান খানের স্ত্রী বুশরা বিবির (Bushra Bibi) সঙ্গে দেখা করতে মনোস্থির করেন। তৃতীয় ব্যক্তির মাধ্য়মে অসীম মুনির বুশরা বিবির সঙ্গে দেখা করতে চান। মুনিরের সেই প্রস্তাব প্রত্যাখান করেন বুশরা বিবি। বুশরা বিবর কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে অসীম মুনির তার প্রতিশোধ নেন।

আরও পড়ুন: Imran Khan: কারাগারে যৌন নির্যাতনের শিকার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান! মেডিক্যাল পরীক্ষার রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

ইমরান খান পদচ্যুত হলে বুশরা বিবিকে বিনা অপরাধে জেলে বন্দি করা হয় এবং অত্যাচার চালানো হয় তাঁর উপর। এমন দাবিও করেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। বুশরা বিবির উপর জেলে যে অত্যাচার করা হয়,তা অসীম মুনিরের অঙ্গুলিহেলনে বলেও দাবি করেন ইমরান খান।

ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতেই অসীম মুনির তাঁর স্ত্রীকে গ্রেফতার করান বলে জানান ইমরান খান। শুধু তাই নয়, বুশরা বিবিকে গ্রেফতারের পর কখনও তাঁর বিরুদ্ধে পাকিস্তান সরকার কোনও প্রমাণ দাখিল করতে পারেনি বলেও জানান প্রাক্তন  প্রধানমন্ত্রী।

ইমরান আরও বলেন, তাঁর স্ত্রী বুশরা বিবি একজন আদ্যান্ত ব্যক্তিগত মানুষ। রাজনীতির সঙ্গে তাঁর কোনও য়োগাযোগ নেই। ফলে তাঁকে গ্রেফতারের অর্থ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ ছাড়া অন্য কিছু নয় বলেও মন্তব্য করেন ইমরান খান।

নোংরা পাকিস্তানের কুকর্ম, 'আমার স্ত্রীর কাছে যেতে...', পাক সেনা প্রধান মুনিরের বিরুদ্ধে বিস্ফোরণ ইমরান খানের