দিল্লি, ১৮ মে: পাকিস্তানকে অশান্ত করার কোনও রকমের প্রক্রিয়া বরদাস্ত করা হবে না। পিটিআই (PTI) প্রধান ইমরান খান (Imran Khan) এবং তাঁর দলের কর্মী, সমর্থকদের বিরুদ্ধে তোপ দাগলেন পাক সেনা প্রধান অসীম মুনির। পাক সেনার অসম্মান এবং শহিদদের অপমান কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তোপ দাগেন অসীম মুনির। এদিকে পাক সেনা প্রধান যখন ইমরান খানের বিরুদ্ধে তোপ দাগছেন, সেই সময় পিটিআই প্রধনও মুখ খোলেন। তিনি বলেন, ইসলমাবাদ আদালতের বাইরে থেকে পাকিস্তানি রেঞ্জার্সরা যেভাবে তাঁকে অপহরণ করে, তার জেরে গোটা দেশে বিক্ষোভ শুরু হয়। যার জেরে পিটিআই কর্মী, সমর্থকদের সঙ্গে পাক সেনার বিবাদ চরম আকার নেয়। ওই সময় পিটিআই কর্মী, সমর্থকদের উপর গুলি চালাতে দেখা যায় পাকিস্তানি রেঞ্জার্সদের। যা অকল্পনীয়।
বিক্ষোভ, বিবাদ বন্ধ করতে পাক রেঞ্জার্সরা কীভাবে সাধারণ মানুষের উপর গুলি চালাতে পারে, তা নিয়ে প্রশ্ন তোলেন ইমরান খান। পাশাপাশি এও বলেন, তিনি যেমন সন্তানদের তিরস্কার করেন, পাক সেনাকে তিরস্কারের অর্থও খানিকটা তেমনই বলেও মন্তব্য করেন পিটিআই প্রধান ইমরান খান।
পাকিস্তানি সেনা যদি নিজেদের সংযত না করে, তাহলে গোটা দেশের অবস্থা পূর্ব পাকিস্তানের হবে বলেও হুমকি দেন ইমরান খান।