দিল্লি, ১৩ মে: ইমরান খানের (Imran Khan) গ্রেফতারির পর পাকিস্তানে (Pakistan) কার্যত গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। পিটিআই প্রধানের গ্রেফতারির পর পাকিস্তানের যে সমস্ত জায়গা সবচেয়ে বেশি উত্তাল হয়ে ওঠে, তার মধ্যে অন্যতম পাঞ্জাব প্রদেশ। আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের গ্রেফতারির পর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ উত্তাল হয়ে ওঠে। ইমরানের গ্রেফতারির প্রতিবাদে সেখানে একের পর এক গাড়ি ভাঙচুর করা হয়। সরকারি সম্পত্তিতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে কারা সরকারি সম্পত্তি নষ্ট করে সব ভাঙচুর করেছে, সে বিষয়ে তদন্ত করা হবে। দোষীদের পাকড়াও করে, তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে পাকিস্তান প্রশাসনের তরফে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে, তাদের কোনওভাবে রেয়াত করা হবে না বলে জানানো হয় শেহবাজ শরিফ সরকারের তরফে।
Pakistan is on the verge of civil war - Large and violent protests across Pakistan against Imran Khan’s arrest. Army is out of garrisons in Islamabad. pic.twitter.com/0we80hL6jH
— Ashok Swain (@ashoswai) May 10, 2023
আরও পড়ুন: Imran Khan Video: জামিন নিয়ে বেরোতেই ফের গ্রেফতারির চেষ্টা ইমরান খানকে, দেখুন ভিডিয়ো
শুক্রবার আলি কাদির ট্রাস্ট-সহ সব মামলায় জামিন পান ইমরান খান। জামিন পাওয়ার পর ইসলামাবাদ আদালত থেকে বেরিয়ে লাহোরে নিজের বাড়ির দিকে রওনা দেন পিটিআই প্রধান। ইমরান খান যখন লাহোরে নিজের বাড়ির দিকে রওনা দেন, সেখানেও তাঁর রাস্তা আটকানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী।