দিল্লি, ১৩ মে: পরপর একাধিক মামলায় জামিন পেয়ে শুক্রবার রাতে লাহোরে (Lahore) নিজের বাসভবনে ফেরেন ইমরান খান। লাহোরে নিজের বাড়িতে ইমরান খান (Imran Khan) ফিরতেই খুশিতে আপ্লুত তাঁর দলের নেতা, কর্মী থেকে আত্মীয়স্বজনরা। ফলে ইমরান খান বাড়িতে ফেরার পর তাঁকে হাসি মুখে অভ্যর্থনা জানান প্রত্যেকে।
Alhamdulillah, PTI Chairman Imran Khan is finally back in his home #BehindYouSkipper pic.twitter.com/mGfBOWF5PW
— PTI (@PTIofficial) May 12, 2023
এদিকে ইমরান খান ইসালামাবাদ আদালতে থেকে বেরোতেই তাঁকে থামানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। আইজি ইসলামাবাদ তাঁকে থামানোর চেষ্টা করেন পুলিশ নিয়ে, কিন্তু তিনি তখন পালটা সুর চড়ান বলে একটি ভিডিয়ো বার্তায় জানান ইমরান খান। পিটিআই প্রধান আরও বলেন, তাঁকে থামানোর চেষ্টা করা হলে, তিনি গোটা পাকিস্তানের মানুষকে সেই কথা জানিয়ে দেবেন বলে জানান। ফলে তিনি যখন পালটা সুর চড়ান, সেই সময় ভয় পিছিয়ে তাঁর গ্রেফতারি থেকে আইজি ইসলামাবাদ পিছিয়ে যান বলে দাবি করেন ইমরান খান।
PTI Chairman @ImranKhanPTI’s exclusive message: pic.twitter.com/EaBG3Nd3I1
— PTI (@PTIofficial) May 12, 2023
গত মঙ্গলবার গ্রেফতার করা হয় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে পাকিস্তানি রেঞ্জার্সরা গ্রেফতার করে পিটিআই প্রধানকে। যা নিয়ে পাকিস্তান জুড়ে জোর শোরগোল শুরু হয়ে যায়।