Missile (Photo Credit: File Photo)

উত্তর কোরিয়ার তরফ থেকে আবারও ক্ষেপনাস্ত্র উৎক্ষেপন করা হল ক্ষেপনাস্ত্র। দক্ষিণ কোরিয়া ও আমেরিকার মধ্যে যৌথ সামরিক মহড়ার মধ্যে এই নিয়ে আরও একবার উৎক্ষেপন করা হল ক্ষেপনাস্ত্র। তবে এবার একটি , দুটি নয় একেবারে ৪ টি ক্ষেপনাস্ত্র ছাড়া হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার তরফে থেকে জানানো হয়েছে।

দক্ষিন হ্যাময়ং প্রভিন্স থেকে এই মিসাইল আনুমানিক সকাল ১০. ১৫ নাগাদ ছাড়া হয়।পিয়ংইয়ংয়ের তরফে বারবার অভিযোগ করা হচ্ছে আমেরিকার সঙ্গে দক্ষিণ কোরিয়ার যে যৌথ অভিযান শুরু করেছে তা উত্তর কোরিয়ার ওপর আঘাত জন্য।

যদিও দক্ষিণ কোরিয়ার তরফে এই অভিযোগ খন্ডন করা হয়েছে এবং এই যৌথ মহড়া যে প্রতিরক্ষা মূলক তা জানিয়ে দেওয়া হয়েছে সেনার তরফে।

'ফ্রিডম শিল্ড ২৩' নামে  দক্ষিণ কোরিয়ার সঙ্গে ১১ দিনের মহড়া শুরু করেছে আমেরিকা।আর তাতেই বেজায় চটেছে উত্তর কোরিয়া। এই যৌথ মহড়া শুরুর পর থেকেই ক্ষেপনাস্ত্র উৎক্ষেপনের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে।