Donald Trump, Melania Trump. (Photo Credits:X)

Nobel Prize Trump: তাঁর দাবি তিনি দুনিয়ায় ৭-৮টি যুদ্ধ থামিয়ে দিয়েছেন। তিনি হলেন শান্তির দূত। তাই তাঁকে ছাড়া অন্য কেউ পেতেই পারেন নোবেল শান্তি পুরস্কার। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেল জয়ের সব চেষ্টা এবারও মাটি হয়ে গেল। নোবেল কমিটি এবার শান্তি পুরস্কারজয়ী হিসাবে ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া কোরিনা মাচাদো-কে বেছে নিল। আর নিজেকে দুনিয়ার সর্বশক্তিমান প্রমাণ করার সব চেষ্টা করা ট্রাম্প নোবেলে প্রত্যাখাত হওয়ার পর ক্ষোভে ফেটে পড়ল হোয়াইটহাউস। হোয়াইটহাউসের জনসংযোগ অধিকর্তা স্টিভেন চিয়ুং জানালেন,"নোবেল কমিটি যতই অস্বীকার করুক, প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি, যুদ্ধ বন্ধ করা এবং প্রাণ বাঁচানোর কাজ চালিয়ে যাবেন। উনি হলে মানবিকতার হৃদয়। ওঁর (ট্রাম্প) মত কখনও কেউ হবে না, যিনি নিজের মনের জোরে পাহাড়ও সরাতে পারেন।"

সাতটা যুদ্ধ বন্ধ করার দাবি জানিয়েও এবার নোবেল জেতা হল না প্রেসিডেন্ট ট্রাম্পের

দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের জন্য কম চেষ্টা করেননি। বোঝাই যাচ্ছিল, তিনি দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী সিংহাসনে বসে নোবেল জেতার জন্য কতটা মরিয়া। ভারত-পাকিস্তান থেকে ইরান-ইজরায়েল যেখানেই যুদ্ধ দেখেছেন, নোবেল জেতার স্বপ্ন দেখে ছুটে গিয়েছেন ট্রাম্প। কোথাও কিছুটা আগ বাড়িয়ে, কোথাও সুযোগ বুঝে, কোথাও আবার নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে। ট্রাম্প নির্বাচনী প্রচারে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, তিনি ক্ষমতা আসার ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেনের মধ্য়ে যুদ্ধ থামিয়ে দেবেন। কিন্তু ট্রাম্প রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে এমন সব কথা বলেছেন, উদ্যোগ নিয়েছে তা যুদ্ধের বহর বেড়েছে, এবং ইউরোপ ও ন্য়াটোকে দূরে সারিয়ে পুতিনকে মদতই দিয়েছেন।

দেখুন প্রেসিডেন্ট ট্রাম্পের নোবেল না পাওয়া নিয়ে কী বললেন ট্রাম্প

কেন নোবেল পেলেন না ট্রাম্প

ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর দুনিয়া জুড়ে বেড়েছে যুদ্ধের উত্তেজনা, উদ্বেগ। গোটা বিশ্বে তো বটেই নিজের দেশেও ট্রাম্প উত্তেজনা তৈরি করেছেন। ডেমোক্রাট শাসিত প্রদেশগুলিতে সেনা পাঠিয়ে অচলাবস্থা তৈরি করেছেন ট্রাম্প। এই সব বিষয়গুলিই হয়তো ট্রাম্পকে শেষ পর্যন্ত নোবেল দিল না।