চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান (Photo Credits: ANI)

বেইজিং, ৩ জুলাই: চিনের (China) সঙ্গে সংঘাতের আবহে আজ লাদাখে (Ladakh) এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাঁর সঙ্গে রয়েছেন সেনা প্রধান এমএন নারাভানে ও চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। মূলত সেনার মনোবল বাড়াতে তাঁর এই লাদাখ সফর। প্রধানমন্ত্রীর লাদাখ সফর নিয়ে প্রতিক্রিয়া দিল বেইজিং। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান (Zhao Lijian) বলেন, "ভারত ও চিন সামরিক ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে উত্তেজনা হ্রাস করার বিষয়ে যোগাযোগ এবং আলোচনায় রয়েছে। তাই এই সময় পরিস্থিতি আরও ঘোরাল করে তুলতে পারে এমন কোনও পদক্ষেপে কোনও পক্ষরই নেওয়া উচিত নয়।"

আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের লাদাখ আসার কথা ছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আজ বোরে রাজনাথের বদলে লাদাখ চলে এলেন নরেন্দ্র মোদি। লাদাখ পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। ১১,০০০ ফুট উঁচুতে সিন্ধু নদের ধারে লাদাখের নিমুতে সেনা, বায়ু সেনা ও আইটিবিপি কর্মীদের সঙ্গে কথা বলছেন। এরপর লেহর সেনা হাসপাতালে যাওয়ার কথা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) বলেছেন প্রধানমন্ত্রীর লাদাখ সফর সেনাবাহিনীর মনোবল বাড়িয়ে তুলেছে। আরও পড়ুন: PM Narendra Modi's Visit To Ladakh: প্রধানমন্ত্রীর লাদাখ সফর সেনাবাহিনীর মনোবল বাড়িয়ে তুলেছে

টুইটে তিনি লেখেন, "প্রধানমন্ত্রী মোদির আজ লাদাখ সফর এবং সেনাদের সঙ্গে সাক্ষাৎ করা এবং তাঁদের উৎসাহিত করা অবশ্যই সেনাবাহিনীর মনোবল বাড়িয়ে তুলেছে। আমি এই পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাই এবং তাঁকে ধন্যবাদ জানাই।"