নতুন দিল্লি, ৩ জুলাই: চিনের সঙ্গে সংঘাতের আবহে আজ লাদাখে (Ladakh) এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাঁর সঙ্গে রয়েছেন সেনা প্রধান এমএন নারাভানে ও চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। মূলত সেনার মনোবল বাড়াতে তাঁর এই লাদাখ সফর। একই কথা বলছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। প্রধানমন্ত্রীর লাদাখ সফর সেনাবাহিনীর মনোবল বাড়িয়ে তুলেছে বলে তিনি জানান।
টুইটে তিনি লেখেন, "প্রধানমন্ত্রী মোদির আজ লাদাখ সফর এবং সেনাদের সঙ্গে সাক্ষাৎ করা এবং তাঁদের উৎসাহিত করা অবশ্যই সেনাবাহিনীর মনোবল বাড়িয়ে তুলেছে। আমি এই পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাই এবং তাঁকে ধন্যবাদ জানাই।" আরও পড়ুন: PM Modi In Leh: ইন্দো-চিন সীমান্তে উত্তেজনার মধ্যেই শুক্রবার লেহ-তে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
#WATCH: Prime Minister Narendra Modi among soldiers after addressing them in Nimmoo, Ladakh. pic.twitter.com/0rC7QraWTU
— ANI (@ANI) July 3, 2020
আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের লাদাখ আসার কথা ছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আজ বোরে রাজনাথের বদলে লাদাখ চলে এলেন নরেন্দ্র মোদি। লাদাখ পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। ১১,০০০ ফুট উঁচুতে সিন্ধু নদের ধারে লাদাখের নিমুতে সেনা, বায়ু সেনা ও আইটিবিপি কর্মীদের সঙ্গে কথা বলছেন। এরপর লেহর সেনা হাসপাতালে যাওয়ার কথা।