PM Modi In Leh: ইন্দো-চিন সীমান্তে উত্তেজনার মধ্যেই শুক্রবার লেহ-তে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
লাদাখে নরেন্দ্র মোদি(Photo Credits: ANI)

লেহ, ৩ জুলাই: প্রকৃত নিয়ন্ত্রণরেখায় তীব্র উত্তেজনা তার মধ্যেই শুক্রবার সাতসকালে চিফ অফ ডিফেন্স স্টাফ  জেনারেল

বিপিন রাওয়াতকে সঙ্গে নিয়ে লাদাখের লেহ শহরে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৫ জুন গলওয়ান ভ্যালিতে লাল ফৌজের সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষ হয়। এই অতর্কিত হামলায় ২০ জন ভারতীয় সেনা শহিদ হয়েছেন। আহতের সংখ্যা ৫০ এরও বেশি। মূলত এই সংঘর্ষে বেঁচে যাওয়া সেনা জওয়ানদের সঙ্গে আজ বার্তালাপ করবেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। ওই এলাকায় চিনের লাল ফৌজের মোকাবিলায় নিরাপত্তা বাহিনী কতটা প্রস্তুত তাও খতিয়ে দেখবেন। লাদাখের নিমু এলাকার সেনা চৌকির পদস্থ কর্তারা চিনের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অবস্থান সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিশদ জানাবেন।

১৫ জুন ইন্দোচিন সংঘর্ষে ৪৫ জন চিনা সেনাও নিহত হন। আহতের সংখ্যাও প্রচুর। লাদাখের গলওয়ান ভ্যালির ১৪ নম্বর টহলদার পয়েন্টেই সেদিন অতর্কিত হামলা চালিয়েছিল লাল ফৌজ। সেই হামলায় বেঁচে ফেরা সেনা জওয়ানদের অভিজ্ঞতাও শুনবেন নরেন্দ্র মোদি। আরও পড়ুন- Saroj Khan Dies at 71: সরোজ খানের প্রয়াণে টুইটারে শোকবার্তা, কী বললেন রাজনৈতিক ব্যক্তিত্বরা?

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে যে, শুক্রবার সকালে লেহ শহরে পৌঁছেই সেখানকার পদস্থ সেনা কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে রয়েছেন ভারতীয় সীমান্তের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর কর্তা, বায়ুসেনার কর্তারা, ইন্দো টিবেটান বর্ডার পুলিশ। এখন বৈঠক চলছে ১১ হাজার ফুট উচ্চতায় সিন্ধুনদের তীর বরাবর ঝান্সকার পর্বতমালায় ঘেরা সেনা শিবির নিমু-তে। ১৫-১৬ জুনে লাদাখের গলওয়ান ভ্যালিতে প্রকৃত নিয়্ন্ত্রণ রেখায় লাল ফৌঝের সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনাজওয়ান শহিদ হওয়ার পরেই ইন্দো-চিন সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এদিকে সীমান্তে উত্তেজনা কমাতে দুই দেশের সরকারই উদ্যোগী হয়েছে। ইতিমধ্যেই দেশের মানুষের গোপন তথ্য, প্রতিরক্ষা দপ্তরের তথ্য হাতানোর অভিযোগে বারতে ৫৯টি চিনা অ্যাপস নিষিদ্ধ হয়েছে। এই খবরে উদ্বেগ প্রকাশ করেছে বেজিং।