photo credit ANI

সাইক্লোন গ্যাব্রিয়েলির জেরে বিপর্যস্ত নিউজিল্যান্ড। পরিস্থিতি এতটাই খারাপ যে দেশে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হয়েছে সরকারের তরফে।মাত্রাতিরিক্ত ঝড়ের প্রকোপে বন্যা, ভূশৃঙ্খলন সৃষ্টি হয়েছে।পরিস্থিতি এতটাই খারাপ যে স্থানীয় বাসিন্দাদের সাইক্লোন উপদ্রুত এলাকা থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। এই নিয়ে তৃতীয়বার দেশটিতে জাতীয় বিপর্যয় ঘোষনা করা হল। এর আগে ক্রাইস্ট চার্চে সন্ত্রাসবাদী হামলা এবং ২০২২ সালে কোভিডে এই বিপর্ষয় ঘোষনা করা হয়।যে সমস্ত এলাকাগুলিতে হাই এলার্ট ঘোষনা করা হয়েছে সেগুলি হল যথাক্রমে, নর্থল্যান্ড, অকল্যান্ড, টাইরাউইটি, বে অফ প্লেন্টি, ওয়েকাটো এবং হকস্ বে।

জাতীয় বিপর্ষ মন্ত্রকের পক্ষ থেকে এই বিপর্ষয়ের কথা ঘোষনা করা হয়। গ্যাব্রিয়েলির অবস্থান এখন অকল্যান্ড থেকে ১০০ কিমি পূর্বে।দেশের নর্থ আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থান করছে। পূর্ব এবং দক্ষিণ-পূর্ব দিকে ক্রমাগতই এগিয়ে চলছে সাইক্লোন গ্যাব্রিয়েলি। বিপর্যস্ত দেশের সড়ক ব্যবস্থা।