Yunus, Sheikh Hasina (Photo Credit: Instagram)

ঢাকা, ৫ সেপ্টেম্বর:  শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে তোপ দাগলেন বাংলাদেশের (Bangladesh) তদারকি সরকারের প্রধান মহম্মদ ইউনুস (Muhammad Yunus) । নোবেলজয়ী বলেন, ভারতে বসে বাংলাদেশ সম্পর্কে রাজনৈতিক মন্তব্য কার্যত বন্ধুত্বহীন সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত। ঢাকা যতক্ষণ না পর্যন্ত তাঁর প্রত্যার্পণে সায় দিচ্ছে, ততক্ষণ দুই দেশের স্বস্তি বজায় রাখতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর চুপ থাকা উচিত।

বাংলাদেশ সরকার যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনাকে দেশে ফেরাচ্ছে,ততদিন ভারত তাঁকে রাখতে চাইলে, হাসিনাকে চুপ থাকতে হবে। ভারতে থেকে যদি রাজনৈতিক মন্তব্য করেন শেখ হাসিনা,তাহলে তা সমস্যাদায়ক বলে মন্তব্য করেন ইউনুস। হাসিনা যদি চুপ থাকেন, তাহলে তা মঙ্গলজনক। দেশের মানুষও ক্রমাগত তাঁকে ভুলতে শুরু করবেন। ফলে হাসিনা ক্রমশ নিজের দুনিয়ায় বিচরণ করতে পারবেন বলেও মন্তব্য করতে শোনা যায় মহম্মদ ইউনুসকে।

তবে ভারতে বসে হাসিনা কথা বলবেন এবং বিভিন্ন নির্দেশ দিচ্ছেন, যা গ্রহণযোগ্য নয়। কেউ তা গ্রাহ্য করবে না বলেও জানান মহম্মদ ইউনুস।