MPox.jpg (Photo Credit: Pixabay)

দিল্লি, ২১ অগাস্ট: এবার মাঙ্কিপক্সের (MonkeyPox) থাবা থাইল্যান্ডে (Thailand)। গত সপ্তাহে আফ্রিকা (Africa) ফেরৎ এক ইউরোপীয়ানের শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ দেখা যায় বলে খবর। আফ্রিকা ফেরৎ ওই ইউরোপীয়ানের শরীরে মাঙ্কিপক্সর সংক্রমণ দেখা দিতেই সতর্ক হয়ে যায় থাইল্যান্ড। কোনওভাবে যাতে  ওই সংক্রমণ অন্যত্র না ছড়ায়, সে বিষয়ে প্রবল সতর্কতা অবলম্বন করা হয়েছে। সংবাদ সংস্থা এএফপির খবর অনুযায়ী, ইউরোপের ওই নাগরিকের শরীরে মাঙ্কিপক্সের যে স্ট্রেইন মিলেছে, তা অত্যন্ত ভয়ঙ্কর। ফলে ওই স্ট্রেইন যাতে কোনওভাবেই না ছড়াতে পারে, তার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে থাই প্রশাসনের তরফে। তবে আফ্রিকার কোন দেশ থেকে ওই ইউরোপীয় নাগরিক থাইল্যান্ডে হাজির হয়েছেন, সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য দেওয়া হয়নি এখনও পর্যন্ত।

আরও পড়ুন: Monkey Pox Alert: সংক্রমণ বাড়ছে, মাঙ্কিপক্স নিয়ে WHO-এর সতর্কতার পরই সীমান্ত, বিমানবন্দরগুলিতে কড়া নজরদারি ভারতের

ভারতে (India) যাতে কোনওভাবে মাঙ্কিপক্স ছড়াতে না পারে, তার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। সীমান্ত এবং বিমানবন্দরগুলিতে  কড়া নজরদারি করা হচ্ছে।

মাঙ্কিপক্সের কোনও সংক্রমণ ধরা পড়লে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল, লেডি হার্ডিং এবং সফদরজং হাসপাতালে আপাতত চিকিৎসা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি মাঙ্কিপক্সে সংক্রমিত ব্যক্তির চিকিৎসা কীভাবে হবে, সে বিষয়ে দিল্লি এমসের তরফেও একটি নির্দেশিকা জারি করা হয়েছে।