![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/03/Representational-Image-Rape-380x214.jpg)
পাকিস্তানের মুজাফ্ফারগড়ে ১৩ বছরের কিশোরীকে নগ্ন ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে আট মাস ধরে গণধর্ষণ। আতঙ্কে সেই নাবালিকা কাউকে কিছু জানায়নি। শেষ অবধি কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার পর জানা গেল তিনজনের অপকীর্তির কথা।
পুলিশ জানায়, মাস আটেক আগে ১৩ বছরের এক কিশোরীকে আখের ক্ষেতে নিয়ে গিয়ে গণধর্ষণ করে তিন ব্যক্তি। ধর্ষণের কথা কাউকে বললে, তার নগ্ন ছবি সবার কাছে ফাঁস করে দেওয়া হবে। এই ভয় দেখানো হয়। সেই ভয় দেখিয়ে গত আট মাসে মাঝেমাঝে একই জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করা হতে থাকে। শেষ অবধি কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার বাড়ির লোকের কাছে সব ঘটনা খুলে বলে। এরপরই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে সেই কিশোরী ও তার পরিবারের সদস্যরা। আরও পড়ুন-দিল্লিতে তাপমাত্রা নেমে ১.৫ ডিগ্রি সেলসিয়াস, কুয়াশা ঘেরা রাজধানী শহর ঠান্ডায় জবুথুবু
তদন্তের পর সব অভিযোগ সত্যি বলে প্রমাণিত হয়। তবে পুলিশ প্রথমে তেমন গা না করায়, পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহি-র দ্বারস্থ হতে হয় কিশোরীকে। গণধর্ষণের মূল পান্ডাকে গ্রেফতার করেছে পুলিস। আরও দু জনের খোঁজে বিশেষ দল গঠন করা হয়েছে।