Mine Collapse in China: A terrible accident in China, a collapsed mining mine, 5 people died on the spot, 47 people are missing, ongoing rescue operations
আবারও কয়লা খনির ধসে বিধ্বস্ত চিন, চীনের উত্তরাঞ্চলে অভ্যন্তরীণ মঙ্গোলিয়া অঞ্চলে আলগজা লিগের একটি কয়লা খনিতে গত বুধবার একটি দুর্ঘটনা ঘটে।এখন পর্যন্ত ধসের কারণে পাঁচজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। চীনের সরকারি বার্তা সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে যে আরও ৪৮ জনের এখনও সন্ধান পাওয়া যায়নি। আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবল ভূমিধসের কারণে বুধবারে স্থগিত হওয়া উদ্ধার অভিযান বৃহস্পতিবার আবার শুরু হয়।
ছোট স্থানীয় ফার্ম জিনজিং কোল মাইনিং কো দ্বারা পরিচালিত ওপেন-পিট খনিটি একটি ভূমিধসের কবলে পড়ে। সিসিটিভির ফুটেজে দেখা যায় আধা কিলোমিটার (৫৫০ গজ) চওড়া এবং আনুমানিক ৮০ মিটার উঁচু ধ্বংসাবশেষের বিশাল স্তূপের নিচে কয়েক ডজন শ্রমিক চাপা পড়ে আছে। প্রতি বছরই কোন না কোন খনি ধসে মৃত্যুর ঘটনা চিনের সংবাদ মাধ্যমে উঠে আসে। দক্ষিণ চিনের মর্নিং পোস্টের একটি বার্তায় দেখা গেছে গত বছর চিনে ৩৬৭টি খনি দুর্ঘটনায় ৫১৮ জন মারা গেছে।
দেখুন সেই টুইটঃ-
Mine collapse in China kills five, 48 miners still missing https://t.co/kd0f2JCYYH pic.twitter.com/ggkqV2J8Uq
— Reuters (@Reuters) February 23, 2023