দিল্লি, ২৩ জানুয়ারি: এবার তালিবান (Taliban) নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার কথা জানাল দ্য ইন্টারন্যাশানাল ক্রিমিনাল কোর্ট (ICC)। আফগানিস্তানে (Afghanistan) ক্ষমতার দখল নেওয়া তালিবান যেভাবে বেছে বেছে মহিলাদের উপর অত্যাচার চালাচ্ছে, তার বিরুদ্ধে ইন্টারন্যাশানাল ক্রিমিনাল কোর্ট সরব হয়। আফগানিস্তানে তালিবান নেতারা যেভাবে লিঙ্গ বৈষম্য করে তারপর মহিলাদের উপর অত্যাচার চালাচ্ছে, তার বিরুদ্ধে কড়া অবস্থান ইন্টারন্যাশানাল ক্রিমিনাল কোর্টের তরফে নেওয়া হয়। লিঙ্গ বৈষম্যের ভিত্তিতে মহিলাদের উপর যে অত্যাচার চালানো হচ্ছে, সেই অপরাধে তালিবান নেতাদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে ইন্টারন্যাশানাল ক্রিমিনাল কোর্টের তরফে।
প্রসঙ্গত আফগানিস্তানে তালিবান ২.০ ক্ষমতায় আসার পর থেকে ফের মহিলাদের উপর অত্যাচারের প্রবণতা বেড়ে গিয়েছে। স্কুল, কলেজে ছাত্র, ছাত্রীদের একসঙ্গে বসায় যেমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তেমনি মহিলাদের চাকরি করাও নিষিদ্ধ করা হয়েছে। নিয়মের এদিক ওদিক হলেই মহিাদের উপর আগের মত করেই অত্যাচার চালাচ্ছে তালিবান।
প্রসঙ্গত তালিবান দ্বিতীয়বার আফগানিস্তানে ক্ষমতা দখলের পর তারা নিজেদের অনেক বেশি প্রগতিশীল বলে দাবি করে। তবে ক্ষমতায় ফেরার কয়েক মাসের মধ্যেই তালিবান ফের আগের অবস্থান নিয়ে মহিলাদের উপর শুরু করে অত্যাচার।