Donald Trump (Photo Credit: Instagram)

দিল্লি, ২৩ জানুয়ারি: জন্মসূত্রে এবার থেকে যে কেউ আর আমেরিকার নাগরিকত্ব পাবে না। ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নয়া অভিবাসন নীতির প্রভাবে মার্কিন মুলুকে বসবাসরকারী যে সমস্ত দম্পতি সন্তানের অপেক্ষায় রয়েছেন, তাঁরা বিপাকে পড়ছেন। আগামী ২০ ফেব্রুয়ারি 'বার্থরাইট সিটিজেনশিপ' (Birthright Citizenship) পাওয়ার শেষ তারিখ। ফলে ২০ ফেব্রুয়ারির আগে আমেরিকায় বসবাসকারী ভারতীয় দম্পতিরা চিকিৎসকের চেম্বারে ছুটতে শুরু করেছেন। ২০ ফেব্রুয়ারির আগে যদি সন্তান জন্ম নেয়, তাহলে নাগরিকত্ব পেতে খুদের কোনও অসুবিধা হবে না। এটা ভেবেই মার্কিন মুলুকে (US) বসবাসকারী ভারতীয় (India) দম্পতিরা চিকিৎসকের কাছে ছুটতে শুরু করেছেন।

আরও পড়ুন: H-1B Visa On Donald Trump 2.0: H-1B ভিসা নিয়ে 'রক্ষণশীল' ট্রাম্প, চিন্তা বাড়ছে আমেরিকায় বসবাসকারী ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মীদেরও

বর্তমানে ওই মহিলা ৭ মাসের অন্তঃসত্ত্বা। তিনিও চিকিৎসকের কাছে চলে গিয়েছেন আগত সন্তানের নাগরিকত্বের বিষয়ে।

২০ ফেব্রুয়ারির পর যে সমস্ত বিদেশ নাগরিকদের সন্তান আমেরিকায় জন্ম নেবে, তারা জন্মসূত্রে কোনওভাবেই আমেরিকার নাগরিক হতে পারবে না বলে শপথের দিনই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে ট্রাম্পের এই কড়া নাগরিকত্ব আইন নিয়ে বিপাকে পড়ছেন আমেরিকায় থাকা বহু ভারতীয়।