Muhammad Yunus, Shehbaz Sharif (Photo Credit: Instagram)

দিল্লি, ২৩ জানুয়ারি: ১৯৭১-এর দগদগে ঘা কি শুকিয়ে গিয়েছে বাংলাদেশের (Bangladesh)? পাক সেনার (Pakistan) হাত থেকে মুক্তি পেতে, বাংলার মানুষকে বাঁচাতে যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ লড়েছিলেন বাংলাদেশের মানুষ ভারতের সাহায্যে, তা এখন ইতিহাস ঢাকার কাছে। আর সেই কারণেই এবার বাংলাদেশে হাজির হল পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের একটি দল। পাকিস্তানের আইএসএসের (ISI) প্রধান অসিম মালিক বাংলাদেশে হাজির হয়েছেন বলে খবর।

রিপোর্টে প্রকাশ, পাকিস্তান এবং বাংলাদেশ একে অপরের সঙ্গে আভ্যন্তরীণ খবর শেয়ার করতে তৈরি। দুই দেশ যাতে একে অপরের সঙ্গে সখ্যতা রেখে চলতে পারে আভ্যন্তরীণ খবর আদান প্রদান করে, তার জন্য আইএসআই প্রধান অসিম মালিক বাংলাদেশে হাজির হয়েছেন বলে খবর। আইএসআই প্রধানের বাংলাদেশে হাজির হওয়া এবং দুই দেশের বর্তমান সখ্যতা যে ভারতের চিন্তা বাড়াবে সীমান্ত সমস্যার ক্ষেত্রে, তা স্পষ্ট বলেই মনে করছে বিভিন্ন মহল।

মঙ্গলবার ঢাকায় (Dhaka) হাজির হয়েছেন আইএসআই প্রধান অসিম মালিক। ভায়া দুবাই (Dubai) হয়ে বাংলাদেশে হাজির হয়েছেন পাকিস্তানের গুপ্তচর সংস্থার প্রধান। অসিম মালিককে ঢাকায় স্বাগত জানান বাংলাদেশি সেনার লেফট্যন্যান্ট জেনারেল ফাইজুর রহমান।

গত অগাস্টে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা (Sheikh Hasina)। ভারতের (India) নিরাপদ আশ্রয়ে বর্তমানে রয়েছেন হাসিনা। মুজিবুর-কন্যা ভারত ছাড়তেই সেখানে মহম্মদ ইউনুসের শাসনকালে ঢাকার সঙ্গে ইসলামাবাদের সখ্যতা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে।