মেক্সিকোর (Mexico) ওক্সাকাতে বাস দুর্ঘটনায় মৃত ১৮। যাদের মধ্যে বেশিরভাগই পরিষায়ী শ্রমিক বলে জানা গেছে।নিহদের মধ্যে ৩ জন শিশু এবং ২ জন মহিলা রয়েছেন। ঘটনার জেরে আহত হয়েছেন ২৭ জন মানুষ, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত ছবি থেকে জানা গেছে বাসটি বারবার পাল্টি খেয়ে ওস্কাকা ককনোপালান হাইওয়ের কাছে গিয়ে পড়ে থাকে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে ঘটনাটি ভোর ৫ টার দিকে ঘটেছিল।
এই নিয়ে দ্বিতীয় দুর্ঘটনা এটি। এর আগে পরিষায়ী শ্রমিকদের নিয়ে যাওয়ার পথে রবিবার উল্টে যায় একটি ট্রাক। দক্ষিণ মেক্সিকোর কাছে উল্টে যায় ট্রাকটি।ভেনেজুয়েলা(Venezuela) এবং হাউতি থেকে বহু মানুষ কাজের খোঁজে নিজেদের ঘর ছেড়ে পাড়ি দেন বহু দূরে।
ভেনেজুয়েলা থেকে প্রায় ৭.৭ লক্ষ মানুষ স্থানান্তরিত হয়ে রয়েছে ইউক্রেনে। অর্থনৈতিক কারণ এবং স্বাস্থ্যের সমস্যার কারণে নিজেদের বাসস্থান ছেড়ে দূরে পাড়ি দেন এই সমস্ত মানুষেরা।
Bus crash in Mexico's Oaxaca kills 18
Read @ANI Story | https://t.co/aYDlgw5W2j#Mexico #Oaxaca #accident pic.twitter.com/37S5YPLFck
— ANI Digital (@ani_digital) October 6, 2023