লস এঞ্জেলসের (Los Angeles) বিস্তীর্ণ অঞ্চল জ্বলছে। ক্যালিফোর্নিয়া (California), মালিবু (Malibu), আমেরিকার একাধিক অঞ্চল আগুনে ঘেরাটোপে। আগুনের গ্রাসে যেমন বাড়িঘর দাউ দাউ করে জ্বলতে শুরু করে, তেমনি সঙ্গী হাওয়া। হ্যারিকেনের গতিবেগে হাওয়া চলছে। যার জেরে ধিকিধিকি আগুন দাউ দাউ করে জ্বলার রূপ নিতে শুরু করেছে। মার্কিন মুলুকের বহু অঞ্চল দেখলে সেখানে কেউ বোমা ফেলেছে বলে মনে হবে। বাড়িঘর ভেঙেচুরে কার্যত ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। লস এঞ্জেলসের ওই সমস্ত অঞ্চল দেখলে, কেউ গাজা বলেই মনে করতে পারেন। তবে গাজা না হলেও, পুড়ে জ্বলে ছারখার হয়ে গিয়েছে।

দেখুন সেই পুড়েজ্বলে ছারখার হয়ে যাওয়া বাড়িঘর...

 

দাবানলের জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। যেখানে লস এঞ্জেলসে বসবাসকারী একটি পরিবার যখন ঘরের ভিতরে রয়েছে, সেই সময় তাঁদের বাড়িঘর দাউ দাউ করে জ্বলতে শুরু করে। ঘরের মধ্যে থেকেই তাঁরা আগুন দেখতে পান। অথচ ঘরের বাইরে বেরোলেও তাঁদের পুড়ে যাওয়ার আশঙ্কা বলে ঘরের ভিতরেই ভয়ে কুঁকড়ে যেতে দেখা যায় ওই পরিবারকে।

দেখুন ঘরের ভিতরে কীভাবে আটকে রইলেন ওই পরিবারের সদস্যরা...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)